shono
Advertisement

বিতর্ক পেরিয়েও সফল ‘অ্যানিম্যাল’, তিরুপতিতে কেশ দান করে নেড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা

তিরুপতিতে গিয়ে নেড়া হলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
Posted: 09:54 AM Mar 07, 2024Updated: 09:54 AM Mar 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিঃসন্দেহে ‘অ্যানিম্যাল’-এর নাম রয়েছে। কম বিতর্ক হয়নি এই সিনেমা নিয়ে। তবে সেসব নিন্দা-সমালোচনা, কটাক্ষ পেরিয়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’। এবার সেই সাফল্যের আনন্দেই মানতপূরণ করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিরুপতিতে গিয়ে কেশদান করে এলেন পরিচালক।

Advertisement

ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, এবার আরও বড় পরিসরে শুট করতে চলেছেন পরিচালক। সেসবের মাঝেই তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি মাথা মোড়ালেন সন্দীপ। সেখান থেকেই ভাইরাল হয়েছে তাঁর নেড়া লুকের ছবি-ভিডিও। পরনে নীল কুর্তা। গলায় গোলাপি উত্তরীয়। কেশদান দানের পর নেড়া অবতারে দেখা গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে।

[আরও পড়ুন: লোকসভার আগে বড় চমক! সর্দার প্যাটেলের মূর্তির তথ্যচিত্রে বিশেষ ভূমিকায় অক্ষয়]

আগামী প্রজেক্ট নিয়েও মুখ খুললেন পরিচালক। দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে একটি সিনেমা করতে চলেছেন। যার নাম স্পিরিট। তার আগেভাগেই তিরুপতিতে কেশদান করে ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য উদযাপন করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার দৌলতেই রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে যে নতুন মোড় এসেছে, তা সম্ভবত আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’।

[আরও পড়ুন: ‘কালা জাদু’র প্রচার! সেন্সরের কাঁচিতে ‘শয়তান’, মুক্তির আগেই গেঁরোয় অজয়-মাধবন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement