shono
Advertisement
Sandip Ghosh

আর্থিক অনটন চরমে! ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে আদালতে সন্দীপ ঘোষ

আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা এবং দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলে সন্দীপ ঘোষ।
Published By: Tiyasha SarkarPosted: 05:24 PM Oct 17, 2024Updated: 06:16 PM Oct 17, 2024

গোবিন্দ রায়: ফের হাই কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। এবার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে আদালতে তিনি। সন্দীপ জানিয়েছেন, বর্তমানে তাঁর যা আর্থিক পরিস্থিতি তাতে সংসার খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙতে চান তিনি।

Advertisement

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। অভয়া কাণ্ডের জেরেই চর্চায় উঠে আসে তাঁর নাম। সন্দীপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। তাঁকে অপসারণের দাবি ওঠে। এক পর্যায়ে ইস্তফাপত্র দিতে বাধ্য হন তিনি। কয়েকঘণ্টার মধ্যে তাঁকে কলকাতা মেডিক্যালের নিয়োগ পত্র দেওয়া হয়। তা নিয়ে অশান্তি চরমে ওঠে। এর পরই অপসারণ করা হয় সন্দীপকে। প্রকাশ্যে আসে আর জি করের আর্থিক দুর্নীতি। গ্রেপ্তারও হন সন্দীপ। তার পর তাঁর বাড়ি তৈরির ক্ষেত্রেও নিয়মভঙ্গের অভিযোগ ওঠে।

বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রবল আর্থিক অনটনে ভুগছেন বলেই দাবি সন্দীপ ঘোষের। সেই কারণেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, সন্দীপ ঘোষ প্রথমে আর জি কর হাসপাতালে একাধিক বেনিয়ম, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। এর পর আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। বর্তমানে জেলবন্দি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের হাই কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ।
  • এবার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে আদালতে গেলেন তিনি।
  • সন্দীপ জানিয়েছেন, বর্তমানে তাঁর যা আর্থিক পরিস্থিতি তাতে সংসার খরচ সামাল দিতে তাঁকে ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে।
Advertisement