সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫৪২টি আসনে ভোটপরবর্তী সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার এত সহজে ছুঁতে পারবে না এনডিএ জোট৷ রাজ্যওয়াড়ি ফলাফলে গেরুয়া ঝড় অব্যাহত থাকবে বলে ইঙ্গিত মিললেও, সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মোটেই পাচ্ছে না এনডিএ৷ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের ২৯ রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলকে চারটি অঞ্চলে ভাগ করে সমীক্ষা চালানো হয়েছে৷ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিশ্লেষণ, হিসেবনিকেশ করেই এদিকে আলোকপাত করা হয়েছে৷
[আরও পড়ুন : ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বিতর্ক এড়াতে ‘মৌনব্রত’ পালনের সিদ্ধান্ত সাধ্বী প্রজ্ঞার]
উত্তর এবং মধ্য ভারতের ৮টি রাজ্য অর্থাৎ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের শাসকদলের অনুকূলেই হাওয়া বলে ইঙ্গিত৷ উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসন যেতে পারে বিজেপির দখলে৷ ওই ৮ রাজ্যে ইউপিএ-র চেয়ে এনডিএ-র আসনসংখ্যা অনেকটাই বেশি হতে চলেছে৷ ইউপিএ-কে কঠিন লড়াইয়ের ফেলতে চলেছে আঞ্চলিক দলগুলি৷
রাজ্য | মোট আসন | এনডিএ | ইউপিএ | অন্যান্য |
---|---|---|---|---|
জম্মু-কাশ্মীর | ৬ | ২ | ৩ | ১ |
হিমাচল প্রদেশ | ৪ | ৪ | ০ | ০ |
হরিয়ানা | ১০ | ৭ | ৩ | ০ |
দিল্লি | ৭ | ৬ | ১ | ০ |
পাঞ্জাব | ১৩ | ৩ | ৯ | ১ |
উত্তরাখণ্ড | ৫ | ৪ | ১ | ০ |
উত্তর প্রদেশ | ৮০ | ৪৪ | ২ | ৩৪ |
মধ্যপ্রদেশ | ২৯ | ১৯ | ১০ | ০ |
উত্তর ভারত | ১৫৪ | ৮৯ | ২৯ | ৩৬ |
পশ্চিম ভারতের ৪ রাজ্যের বুথফেরৎ সমীক্ষা বলছে, এনডিএ-র লড়াই অনেকটাই সহজ৷ প্রতিটি রাজ্যেই জনমত ঝুঁকে বিজেপির দিকে৷
[আরও পড়ুন : রাজস্থানের পাকিস্তান সীমান্ত থেকে গ্রেপ্তার ৫ সন্দেহভাজন]
রাজ্য | মোট আসন | এনডিএ | ইউপিএ | অন্যান্য |
---|---|---|---|---|
রাজস্থান | ২৫ | ১৮ | ৭ | ০ |
গুজরাট | ২৬ | ২২ | ৪ | ০ |
মহারাষ্ট্র | ৪৮ | ৩৮ | ১০ | ০ |
গোয়া | ২ | ১ | ১ | ০ |
পশ্চিম ভারত | ১০১ | ৭৯ | ২২ | ০ |
দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা বিশেষ ভাল নয় বলেই ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়৷ জনমতের অঙ্ক বলছে, একমাত্র কর্ণাটক ছাড়া বাকি রাজ্যগুলোতে দাঁত ফোটানো কঠিন হতে চলেছে এনডিএ-র কাছে৷ সেখানে ইউপিএ-র অবস্থা কিছুটা ভাল, ভাল ফল করবে আঞ্চলিক দলগুলিও, ইঙ্গিত এমনই৷
রাজ্য | মোট আসন | এনডিএ | ইউপিএ | অন্যান্য |
---|---|---|---|---|
কর্ণাটক | ২৮ | ১৮ | ১০ | ০ |
অন্ধ্রপ্রদেশ | ২৫ | ০ | ২ | ২৩ |
তেলেঙ্গানা | ১৭ | ১ | ২ | ১৪ |
কেরল | ২০ | ০ | ১৭ | ৩ |
তামিলনাডু | ৩৮ | ৫ | ৩৩ | ০ |
দক্ষিণ ভারত | ১২৮ | ২৪ | ৬৪ | ৪০ |
সংবাগ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, পূর্ব ভারতের ৭ রাজ্যেও ভাল অবস্থানে রয়েছে বিজেপি৷ একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলোয় গেরুয়া হাওয়ার দাপট বজায় থাকার সম্ভাবনা প্রবল৷
রাজ্য | মোট আসন | এনডিএ | ইউপিএ | অন্যান্য |
---|---|---|---|---|
বিহার | ৪০ | ২৮ | ১২ | ০ |
ঝাড়খণ্ড | ১৪ | ৫ | ৯ | ০ |
ছত্তিশগড় | ১১ | ৪ | ৭ | ০ |
ওড়িশা | ২১ | ১০ | ০ | ১১ |
পশ্চিমবঙ্গ | ৪২ | ১২ | ৩ | ২৭ |
উত্তরপূর্ব+ সিকিম | ২৫ | ১৩ | ৭ | ৫ |
পূর্ব ভারত | ১৫৩ | ৭২ | ৩৮ | ৪৩ |
কেন্দ্রশাসিত ৬টি অঞ্ল এনডিএ শিবির নিজেদের দখলে রাখতে সামর্থ্য হচ্ছে বলে ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়৷ ৬টির মধ্যে ৪টি আসনই যাচ্ছে এনডিএ-র দখলে৷ ২টি মাত্র পাওয়ার সম্ভাবনা ইউপিএ-র৷
রাজ্য |
মোট আসন |
এনডিএ | ইউপিএ | অন্যান্য |
---|---|---|---|---|
কেন্দ্রশাসিত অঞ্চল | ৬ | ৪ | ২ | ০ |
মোট | ৫৪২ | ২৬৮ | ১৫৫ | ১১৯ |
তবে সবমিলিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত কিন্তু এনডিএ-র পক্ষে বিশেষ ভাল নয়৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ২৭২এর কমেই আটকে যাচ্ছে গেরুয়া শিবিরের জয়রথ৷ যদিও বাস্তবিক পরিস্থিতি কী হয়, তা বুঝতে হলে ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই৷
The post সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না এনডিএ, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.