shono
Advertisement

Breaking News

সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না এনডিএ, ইঙ্গিত সমীক্ষায়

দক্ষিণ ভারতে দাঁত ফোঁটাতে পারছে না বিজেপি, ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়৷ The post সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না এনডিএ, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM May 21, 2019Updated: 05:43 PM May 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫৪২টি আসনে ভোটপরবর্তী সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার এত সহজে ছুঁতে পারবে না এনডিএ জোট৷ রাজ্যওয়াড়ি ফলাফলে গেরুয়া ঝড় অব্যাহত থাকবে বলে ইঙ্গিত মিললেও, সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মোটেই পাচ্ছে না এনডিএ৷ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের ২৯ রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলকে চারটি অঞ্চলে ভাগ করে সমীক্ষা চালানো হয়েছে৷ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিশ্লেষণ, হিসেবনিকেশ করেই এদিকে আলোকপাত করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন : ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বিতর্ক এড়াতে ‘মৌনব্রত’ পালনের সিদ্ধান্ত সাধ্বী প্রজ্ঞার]

উত্তর এবং মধ্য ভারতের ৮টি রাজ্য অর্থাৎ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের শাসকদলের অনুকূলেই হাওয়া বলে ইঙ্গিত৷ উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসন যেতে পারে বিজেপির দখলে৷ ওই ৮ রাজ্যে ইউপিএ-র চেয়ে এনডিএ-র আসনসংখ্যা অনেকটাই বেশি হতে চলেছে৷ ইউপিএ-কে কঠিন লড়াইয়ের ফেলতে চলেছে আঞ্চলিক দলগুলি৷

রাজ্য মোট আসন  এনডিএ  ইউপিএ  অন্যান্য 
জম্মু-কাশ্মীর          ৬     ২      ৩      ১
হিমাচল প্রদেশ          ৪        ৪      ০        ০
হরিয়ানা         ১০        ৭      ৩        ০
দিল্লি          ৭       ৬       ১        ০
পাঞ্জাব         ১৩         ৩      ৯        ১
উত্তরাখণ্ড          ৫       ৪      ১        ০
উত্তর প্রদেশ          ৮০       ৪৪       ২       ৩৪
মধ্যপ্রদেশ          ২৯     ১৯     ১০        ০
উত্তর ভারত         ১৫৪      ৮৯     ২৯      ৩৬

পশ্চিম ভারতের ৪ রাজ্যের বুথফেরৎ সমীক্ষা বলছে, এনডিএ-র লড়াই অনেকটাই সহজ৷ প্রতিটি রাজ্যেই জনমত ঝুঁকে বিজেপির দিকে৷

[আরও পড়ুন : রাজস্থানের পাকিস্তান সীমান্ত থেকে গ্রেপ্তার ৫ সন্দেহভাজন]

রাজ্য মোট আসন  এনডিএ ইউপিএ  অন্যান্য
রাজস্থান           ২৫     ১৮     ৭     ০
গুজরাট           ২৬    ২২      ৪      ০
মহারাষ্ট্র           ৪৮    ৩৮     ১০       ০
গোয়া             ২      ১       ১      ০
পশ্চিম ভারত           ১০১     ৭৯     ২২      ০

দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা বিশেষ ভাল নয় বলেই ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়৷ জনমতের অঙ্ক বলছে, একমাত্র কর্ণাটক ছাড়া বাকি রাজ্যগুলোতে দাঁত ফোটানো কঠিন হতে চলেছে এনডিএ-র কাছে৷ সেখানে ইউপিএ-র অবস্থা কিছুটা ভাল, ভাল ফল করবে আঞ্চলিক দলগুলিও, ইঙ্গিত এমনই৷

রাজ্য মোট আসন  এনডিএ ইউপিএ অন্যান্য
কর্ণাটক       ২৮      ১৮   ১০      ০
অন্ধ্রপ্রদেশ        ২৫       ০     ২     ২৩
তেলেঙ্গানা         ১৭        ১      ২      ১৪
কেরল         ২০       ০     ১৭       ৩
তামিলনাডু         ৩৮       ৫     ৩৩       ০
দক্ষিণ ভারত       ১২৮       ২৪      ৬৪      ৪০

সংবাগ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, পূর্ব ভারতের ৭ রাজ্যেও ভাল অবস্থানে রয়েছে বিজেপি৷ একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলোয় গেরুয়া হাওয়ার দাপট বজায় থাকার সম্ভাবনা প্রবল৷ 

রাজ্য মোট আসন  এনডিএ ইউপিএ অন্যান্য
বিহার          ৪০    ২৮    ১২      ০
ঝাড়খণ্ড         ১৪       ৫     ৯      ০
ছত্তিশগড়          ১১        ৪      ৭       ০
ওড়িশা         ২১      ১০      ০     ১১
পশ্চিমবঙ্গ         ৪২     ১২      ৩     ২৭
উত্তরপূর্ব+ সিকিম         ২৫      ১৩      ৭       ৫
পূর্ব ভারত       ১৫৩      ৭২     ৩৮     ৪৩

কেন্দ্রশাসিত ৬টি অঞ্ল এনডিএ শিবির নিজেদের দখলে রাখতে সামর্থ্য হচ্ছে বলে ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়৷ ৬টির মধ্যে ৪টি আসনই যাচ্ছে এনডিএ-র দখলে৷ ২টি মাত্র পাওয়ার সম্ভাবনা ইউপিএ-র৷

রাজ্য

মোট আসন 

এনডিএ ইউপিএ অন্যান্য
কেন্দ্রশাসিত অঞ্চল       ৬      ৪      ২     ০
মোট      ৫৪২     ২৬৮   ১৫৫     ১১৯

তবে সবমিলিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত কিন্তু এনডিএ-র পক্ষে বিশেষ ভাল নয়৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ২৭২এর কমেই আটকে যাচ্ছে গেরুয়া শিবিরের জয়রথ৷ যদিও বাস্তবিক পরিস্থিতি কী হয়, তা বুঝতে হলে ২৩ তারিখ পর্যন্ত  অপেক্ষা করা ছাড়া গতি নেই৷

The post সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না এনডিএ, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement