সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো তো একাধারে উৎসবের উদযাপন, আনন্দের আয়োজন, শিল্পসৃষ্টির অনুপ্রেরণা। যার সমন্বয়ের বাঙালির এই পার্বণ হয়ে উঠেছে প্রকৃত অর্থে প্রাণের উৎসব। সেইসঙ্গে শিল্পভাবনার এক প্রতিযোগিতাও। কার থিম কত ভাল, কার আয়োজন কতটা পারফেক্ট – এসব নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই।
এমপি বিড়লা সিমেন্ট পারফেক্ট প্লাস নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’ এমনই একটি প্রতিযোগিতার মঞ্চ। যার সহযোগী সংস্থা – গিটস এবং রিপ্লে। চ্যানেল সহযোগী আরটেজ নিউজ। ডিজিটাল সহযোগী সংবাদ প্রতিদিন ডট ইন। কলকাতার সেরার সেরা পুজোগুলির খুঁটিনাটি দেখেশুনে বিচারকমণ্ডলী বেছে নিয়েছে ১২টি পুজোকে। একঝলকে দেখে নিন, সেরা পুজোর শিরোপা উঠল কাদের মাথায়:
আমরা সবাই ক্লাব, অর্জুনপুর: বিদেশি প্রতিমাশিল্পীর হাত ধরে বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাব মন জয় করে নিয়েছে বিচারকদের। এখানে থিমশিল্পীও বঙ্গবাসী নন, দিল্লির বাসিন্দা। তবে বিশেষ আকর্ষণ অবশ্যই ছিল ভিয়েতনামি প্রতিমাশিল্পী হ্যাং কুয়েতের তৈরি কাগজের দুর্গা।
দমদম তরুণ দল: সমাজে ব্রাত্য বৃহন্নলা জীবনের শিকল ভাঙার গল্প উঠে এসেছে দমদম তরুণ দলের মণ্ডপে। থিমশিল্পী অনির্বাণ দাসের ভাবনা এবং সৃজন অনায়াসেই বিচারকদের নজর কেড়েছে। তাই এবছর ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’-এর বিচারে সেরা পুজোর একটি দমদম তরুণ দল।
[আরও পড়ুন: হাতে হাত মিলিয়ে কাটোয়ার সরকারি আবাসনে দুর্গা আরাধনায় মাতেন হিন্দু-মুসলিমরা]
নতুন পল্লি প্রদীপ সংঘ:
টালাপার্ক প্রত্যয়: দেবীপূজায় কল্পলোকে নিয়ে যাবে টালাপার্ক প্রত্যয়। উদ্যোক্তাদের তৈরি কল্প জগৎ দেখে মুগ্ধ বিচারকরা। তাই ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’-এর মুকুট উঠেছে টালাপার্ক প্রত্যয়ের মাথায়।
কাশী বোস লেন সার্বজনীন: আগামীতে পানীয় জলের ভয়াবহ সংকটে পড়তে চলেছে বিশ্ব। বিশেষজ্ঞদের এমন সাবধানবাণী দর্শনার্থীদের অন্দরে পৌঁছে দিতে কাশী বোস লেন জল সংরক্ষণকেই থিম হিসেবে বেছে নিয়েছে। যার গুরুত্ব সম্যক টের পেয়েছেন বিচারকরা।
ভবানীপুর ৭৫ পল্লি: আরশিনগর দেখাচ্ছে ভবানীপুর ৭৫ পল্লির মণ্ডপ। প্রবেশদ্বারে বিরাট হাতি এখানকার মূল আকর্ষণ। ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’ এ বিচারকদের পছন্দের তালিকায় উঠে এসেছে এই মণ্ডপ।
সমাজ সেবী সংঘ: উৎসবের আবহে শ্রমজীবী মানুষজনকে কুর্নিশ জানিয়েছে সমাজ সেবী সংঘ। শিল্পী প্রদীপ দাসের ভাবনা ও সৃজনে এই মণ্ডপসজ্জা বিচারকদের মন ছুঁয়ে গিয়েছে।
চেতলা অগ্রণী ক্লাব: প্রাণের শহর কলকাতার ইতিকথা বর্ণনা করেছে চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ। নানা পুরনো উপকরণে মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস, যাকে ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’-এর শিরোপা না দিয়ে পারেননি বিচারকরা।
সুরুচি সংঘ: বাঙালির সেরা উৎসবকে সামনে রেখে ‘উৎসব’ থিমেই সেজেছে দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো সুরুচি সংঘ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার অনুভূতি দিতে মেঘের চাঁদোয়া নজর কেড়েছে বিচারকদের।
নাকতলা উদয়ন সংঘ: জন্ম-মৃত্যুর চিরন্তন ঘূর্ণিপাক এবার নাকতলা উদয়ন সংঘের থিমভাবনায় উঠে এসেছে। ভবতোষ সুতারের সৃজনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে রয়েছে কবীর সুমনের আবহ সংগীত। তাই ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’-এর বিচারে অন্যতম সেরা এই নাকতলা উদয়ন সংঘ।
[ আরও পড়ুন : পুজোর উপহার, যৌনকর্মীদের জন্য স্বয়ম্ভর গোষ্ঠী গড়ে তোলার আশ্বাস মন্ত্রীর ]
অ্যাভিনিউ সাউথ পল্লিমঙ্গল: ‘প্রতিচ্ছবি’ বা মিরর ইমেজকে মণ্ডপে তুলে এনেছে অ্যাভিনিউ সাউ পল্লিমঙ্গল পুজো কমিটি। শিল্পী সুশান্ত পালের সৃজনে এই থিম বিচারকদের মুগ্ধ করেছে।
বেহালা ক্লাব: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণকে মণ্ডপে তুলে ধরেছে বেহালা ক্লাব। হারিয়ে যাওয়া কিছু উৎসবকে ফের প্রকাশ্যে আনতে তাঁদের এই উদ্যোগ তাঁদের হাতে তুলে দিয়েছে ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯’ সেরার সম্মান।
সপ্তমী এবং অষ্টমীর দিন মণ্ডপগুলিতে গিয়ে উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। উৎসবের মরশুম ভাল কাটুক সক্কলের। এই ক’দিনের আনন্দ ভরে থাকুক সারা বছর।
The post সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯: সেরা পুজো appeared first on Sangbad Pratidin.