shono
Advertisement

Breaking News

Sanjay Bangar

লিঙ্গ পরিবর্তন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সন্তান, শেষ ক্রিকেট খেলার স্বপ্ন

আরিয়ান থেকে আনায়া হয়ে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সন্তান।
Published By: Anwesha AdhikaryPosted: 04:26 PM Nov 11, 2024Updated: 04:26 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরিয়ান থেকে আনায়া হয়ে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সন্তান। জানা গিয়েছে, ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের পুত্র লিঙ্গ পরিবর্তন করেছেন। ছোটবেলা থেকে ক্রিকেটও খেলতেন তিনি। কিন্তু আরিয়ান থেকে আনায়া হয়ে ওঠার পরে তাঁর ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি পড়ে গেল।

Advertisement

সঞ্জয় বাঙ্গারের ২৩ বছর বয়সি সন্তান আরিয়ান। ছোট থেকেই বাঁহাতি ব্যাটার হিসাবে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন তিনি। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করেন আরিয়ান। তবে পরে দেশ ছেড়ে চলে যান ইংল্যান্ডে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্লাবের হয়ে খেলা শুরু করেন। এখনও ম্যাঞ্চেস্টারেই থাকেন তিনি। মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে ছোটবেলায় দেখাও করেছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান।

তবে বছর তিনেক আগে তিনি লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই মতোই দীর্ঘদিন ধরে তাঁর হরমোন সংক্রান্ত চিকিৎসা চলেছে। অবশেষে সোমবার নিজের ইনস্টাগ্রামে তিনি ঘোষণা করেন, সফলভাবে লিঙ্গ পরিবর্তন হয়েছে। আরিয়ান থেকে আনায়া হয়ে উঠেছেন তিনি। ২০১৬ সাল থেকে কীভাবে আজকের আনায়া হয়ে উঠলেন, সেই যাত্রা তুলে ধরতে একটি ভিডিও পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। নিজের ব্যাটিংয়ের কিছু দৃশ্যও ওই ভিডিওতে তুলে ধরেছেন।

আনায়া হয়ে ওঠার পরে অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। কারণ রূপান্তরিতদের মহিলা ক্রিকেট খেলার ছাড়পত্র দেয়নি আইসিসি। ২০২৫ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটেও রূপান্তরিতদের খেলা নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। তবে নিজেকে ভালোবেসে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গর্বিত আনায়া। ক্রিকেট খেলার ক্ষেত্রে রূপান্তরিতদের উপর আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তবে আইসিসির নিয়ম না পালটালে আর ক্রিকেট খেলা হবে না আনায়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঞ্জয় বাঙ্গারের ২৩ বছর বয়সি সন্তান আরিয়ান। ছোট থেকেই বাঁহাতি ব্যাটার হিসাবে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন তিনি।
  • ২০১৬ সাল থেকে কীভাবে আজকের আনায়া হয়ে উঠলেন, সেই যাত্রা তুলে ধরতে একটি ভিডিও পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়।
  • ২০২৫ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটেও রূপান্তরিতদের খেলা নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।
Advertisement