shono
Advertisement

Breaking News

Sankarlal Chakraborty

শঙ্করলালের মগজাস্ত্রের কাছে হার অ্যাস্টন ভিলার, নেক্সট জেন কাপে ইতিহাস পাঞ্জাব এফসির

প্রিমিয়ার লিগের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান ছিনিয়ে নিল শঙ্করলালের ছেলেরা।
Published By: Arpan DasPosted: 07:01 PM Aug 04, 2024Updated: 07:20 PM Aug 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল পাঞ্জাব এফসি। নেক্সট জেন কাপে অ্যাস্টন ভিলাকে হারিয়ে তৃতীয় স্থান ছিনিয়ে নিল তারা। যার পিছনে এক বাঙালির ক্ষুরধার মস্তিষ্ক। শঙ্করলাল চক্রবর্তীর প্রশিক্ষণাধীন দল ২-০ গোলে হারিয়ে দিল প্রিমিয়ার লিগের ক্লাবকে।

Advertisement

আগের ম্যাচে প্রিমিয়ার লিগের আরেকটি দল এভার্টনকে হারিয়ে ফুটছিল শঙ্করলালের ছেলেরা। এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়ছিল পাঞ্জাব। যার ফল পাওয়া গেল ১৩ মিনিটের মাথায়। মহম্মদ সুহেল অসাধারণ ড্রিবল করে বল বাড়িয়ে দেন ওমাংয়ের উদ্দেশ্যে। বক্সে তিনি বল নিয়ে ঢুকতেই বাধা দেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কিপগেন। যাকে ভারতীয় ফুটবলের উঠতি তারকা বলে ধরা হচ্ছে। যদিও প্রথমার্ধে আর গোলসংখ্যা বাড়াতে পারেনি পাঞ্জাব।

[আরও পড়ুন: ‘আগের সব ম্যাচ ভুলে যাব’, সেমির ব্যর্থতা ভুলে ব্রোঞ্জই পাখির চোখ লক্ষ্যর]

দ্বিতীয় গোল পাওয়ার জন্য শঙ্করলালের দলকে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হল। যদিও সেই গোল এল মূলত অ্যাস্টন ভিলার ডিফেন্ডারের ভুলে। তাদের ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল চলে আসে ওমাংয়ের। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো অপেক্ষা করছিলেন তিনি। সামনে শুধু গোলকিপারকে পেয়ে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন। সেখান থেকে আর ফিরতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

[আরও পড়ুন: ১০ জনে অদম্য লড়াই, শ্রীজেশের ‘হ্যান্ড অফ গডে’ হকিতে পদকের স্বপ্ন ভারতের]

মাঠের বাইরে থেকে সর্বক্ষণ খেলায় কড়া নজর রাখছিলেন শঙ্করলাল। সাধারণত খুব একটা উত্তেজনা প্রকাশ করেন না তিনি। যদিও আগের ম্যাচে এভার্টনকে হারিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বাঙালি কোচ। আর এদিন তাঁর হাত ধরে তৈরি হল ইতিহাস। নেক্সট জেন কাপের অন্য ম্যাচে ফের হতাশ করল ইস্টবেঙ্গল। ক্রিস্টাল প্যালেসের কাছে তারা হারল ৭-১ গোলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল পাঞ্জাব এফসি।
  • নেক্সট জেন কাপে অ্যাস্টন ভিলাকে হারিয়ে তৃতীয় স্থান ছিনিয়ে নিল তারা।
  • শঙ্করলাল চক্রবর্তীর প্রশিক্ষণাধীন দল ২-০ গোলে হারিয়ে দিল প্রিমিয়ার লিগের ক্লাবকে।
Advertisement