shono
Advertisement
Santunu Sen

সিদ্ধান্ত বদল, আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ শান্তনু সেনের

দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 01:40 PM Oct 30, 2024Updated: 02:00 PM Oct 30, 2024

স্টাফ রিপোর্টার: সিদ্ধান্ত বদল। আইএমএ রাজ‌্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ করলেন ডা. শান্তনু সেন। আর জি কর কাণ্ডের পর ২২ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের রাজ‌্য শাখার নির্বাচনে তিনি আর লড়বেন না। দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন শান্তনু। 

Advertisement

তবে গত আগস্টে আর জি কর কাণ্ডের পর শান্তনু বলেছিলেন, চিকিৎসকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়। মাস দুয়েকের মধ্যেই সেই মত বদলালেন তিনি। তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা জানিয়েছেন, "আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের নির্বাচনে আমি দাঁড়াব না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের অনেক বরিষ্ঠ চিকিৎসক, প্রবীণ নেতা আমায় অনুরোধ করেছেন নির্বাচনে দাঁড়ানোর জন‌্য। তাই এই সিদ্ধান্ত।"

শান্তনু সেনের দাবি, "ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের ১৬০টি ব্রাঞ্চ আছে। একাধিক শাখা থেকে আমায় নির্বাচনে দাঁড়ানোর জন‌্য অনুরোধ করা হয়েছে। তাদের অনুরোধ আমি ফেলতে পারিনি। নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"

গত ৫ বছর ধরে আইএমএ'র রাজ্য সম্পাদকের পদ সামলেছেন। আর জি কর আবহে "চিকিৎসকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়", মন্তব্যের পর জল্পনা ছড়িয়েছিল তিনি ফের এই পদে লড়াই করবেন কিনা। অবশেষে মনোনয়ন দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিদ্ধান্ত বদল। আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ করলেন ডা. শান্তনু সেন।
  • আর জি কর কাণ্ডের পর ২২ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার নির্বাচনে তিনি আর লড়বেন না।
  • দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন শান্তনু সেন।
Advertisement