shono
Advertisement

মাস্ক খুলে অনুরাগী সেলফি তুলতে যেতেই মেজাজ হারালেন সারা আলি খান, ভাইরাল ভিডিও

কী বললেন ক্ষিপ্ত সারা?
Posted: 03:39 PM Apr 30, 2021Updated: 04:05 PM Apr 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বেশ খোশমেজাজেই থাকেন। ফটোশিকারিদের সামনেও হাসিমুখে পোজ দেন। প্রতিবার বিদায় নেওয়ার সময় দুই হাত জোড় করে ধন্যবাদ জানান। কিন্তু করোনা (Corona Virus) কালে মেজাজ হারালেন সারা আলি খান (Sara Ali Khan)। কেন এত রাগলেন সারা? কারণ এক অনুরাগীর সেলফি তোলার অতি উৎসাহ। মাস্ক খুলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন এক যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

অল্পক্ষণেই অবশ্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলেন সারা আলি খান। উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে যান। অবশ্য সইফকন্যার এই নীতি শিক্ষা দেওয়া অনেকের পছন্দ হয়নি। “মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেই এত মেজাজ!”এমন মন্তব্য যেমন করা হয়েছে, তেমনই মালদ্বীপ (Maldives) নাগরিক লিখেও কটাক্ষ করা হয়েছে।  

[আরও পড়ুন: টলিপাড়ায় শুটিং নিয়ে আরও কড়া কোভিডবিধি, কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার