shono
Advertisement

Breaking News

হৃতিকের সঙ্গেই রোমান্সে মাতবেন সইফ কন্যা!

নয়া সমীকরণে আগামীর ইতিহাসে কী লেখা থাকবে, তা জানতেই উৎসুক বলিপাড়া৷
Posted: 07:33 PM Dec 14, 2016Updated: 02:03 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস ফিরে ফিরে আসে৷ বলিপাড়ার ইতিহাসও তার ব্যতিক্রম নয়৷ একসময় হৃতিকের বিপরীতেই অভিষেক হওয়ার কথা ছিল করিনা কাপুরের৷ কিন্তু নারাজ ছিলেন মা ববিতা৷ আরও বড় ব্যানারে অভিষেক বচ্চনের বিপরীতে পর্দায় নামেন করিনা৷ তারপর আরব সাগরে ওঠাপড়া হয়েছে বহু ঢেউয়ের৷ এতবছর পর আবার যেন ফিরল সেই গল্প৷ এবার সইফ তনয়া সারা আলি খানের অভিষেক হতে চলেছে সেই হৃতিকের সঙ্গেই৷ যে সারা কি না এখন সম্পর্কে করিনার মেয়ে৷ মায়ের আপত্তিতেই টাইগার শ্রফের বদলে হৃতিকের বিরুদ্ধে অভিষেক হচ্ছে সারার৷ তবে আপত্তি করিনার নয়, সারার মা অমৃতা সিংযের৷

Advertisement

এতদিন শোনা যাচ্ছিল টাইগার শ্রফের বিপরীতে পর্দায় নামবেন সারা৷ করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ ছবিতে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর৷  কিন্তু নারাজ অমৃতা৷ করণ-সইফ ভাল বন্ধু বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে৷ এদিকে অমৃতার সঙ্গে বহুদিন বিচ্ছেদ সইফের৷ তবে কি সিদ্ধান্তে সেই সম্পর্কের ছায়া পড়ল! অমৃতা অবশ্য জানাচ্ছেন, মেয়ের অভিষেকের জন্য আরও বড় প্ল্যাটফর্ম চাইছিলেন তিনি৷ আর তাই বলিঅন্দরের খবর, হৃতিকের সঙ্গে জুটি বেঁধেই পর্দায় হাজির হবেন সারা৷ সেটি হতে চলেছে একটি কমেডি ছবি৷ পরিচালনায় করণ মালহোত্রা৷

সেদিন করিনার ক্ষেত্রে অভিষেক অবশ্য সুখের হয়নি৷ উল্টোদিকে আমিশাকে বিপরীতে নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন হৃতিক৷ এবার নয়া সমীকরণে আগামীর ইতিহাসে কী লেখা থাকবে, তা জানতেই উৎসুক বলিপাড়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement