নন্দন দত্ত, সিউড়ি: মহুয়া মৈত্রকে নিয়ে এখনও একটিও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে সাংসদের পাশে দাঁড়ালেন আরেক সাংসদ। মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন শতাব্দী রায়।
বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “মহুয়া (Mahua Moitra) খুবই স্মার্ট ও শক্ত মানসিকতার। জনপ্রিয়তাও আক্রমণের কারণ বলে মনে হয়। ও যেহেতু এত বেশি জনপ্রিয় তাই আক্রমণ সহ্য করতে হচ্ছে। এথিক্স কমিটির প্রশ্নে একা ও বিরক্ত হয়নি। সব কিছু একটা গণ্ডির মধ্যে হওয়া উচিত। শুধুমাত্র ও আক্রমণ করে বলে ওকে সঙ্গে সঙ্গে না ডেকে সকলের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হোক। ও এত স্মার্ট, স্ট্রং নিশ্চয়ই লড়াই করবে।”
[আরও পড়ুন: ‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র]
উল্লেখ্য, টাকার বদলে প্রশ্ন বিতর্কের মাঝে বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দেন মহুয়া। ওই কমিটির ১১ সদস্যের মধ্যে ৫ জন বিরোধী শিবিরের। ৬ জন বিজেপির। বিরোধীদের মধ্যে তৃণমূলের কোনও সাংসদ না থাকলেও দুজন কংগ্রেসের, একজন জেডিইউয়ের, একজন সিপিআইয়ের এবং একজন বিএসপির সাংসদ আছেন। সূত্রের খবর, বৈঠক চলাকালীন বিরোধী সাংসদরা মহুয়ার পাশে দাঁড়ান। প্রত্যাশিতভাবেই বিজেপি সাংসদরা তাঁকে চেপে ধরার চেষ্টা করেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে অনৈতিক, ব্যক্তিগত এবং অশালীন প্রশ্ন করার অভিযোগ ওঠে খোদ কমিটর চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনাকারের বিরুদ্ধে। যার প্রতিবাদে মহুয়া-সহ ওই কমিটির সব বিরোধী সদস্য ওয়াক আউট করেন।
দেখুন ভিডিও: