সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রতিভার পরিচয় দিল আইআইটি বোম্বের ছাত্র-ছাত্রীরা। চলতি মাসেই ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে’-র প্রস্তুত করা স্যাটেলাইট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ আইআইটি-র প্রস্তুত করা স্যাটেলাইট ‘প্রথম’ উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি, এদিন Insat-3DR এবং ScatSat-1 স্যাটেলাইট দুটিও উৎক্ষেপণের মাত্র ১৮ দিনের মধ্যে নিজেদের কক্ষপথে স্থান করে নেবে এবং কাজ করতে শুরু করবে বলে গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুধু তাই নয়, গত ২৩ বছরের ইতিহাসে প্রথমবার উচ্চক্ষমতাসম্পন্ন PSLV দুটি ভিন্ন কক্ষপথের জন্য একই সঙ্গে স্যাটেলাইট লঞ্চ করবে। PSLV-এর এই অ্যাডভান্সড ভার্সনের নাম দেওয়া হয়েছে PSLV-XL।
The post আইআইটি পড়ুয়াদের তৈরি উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে appeared first on Sangbad Pratidin.