shono
Advertisement

ভারত-নেপাল সীমান্তে উপগ্রহ পরিষেবা

এ প্রসঙ্গে সম্মতি দিল দুই দেশই৷ The post ভারত-নেপাল সীমান্তে উপগ্রহ পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Jun 27, 2016Updated: 03:51 PM Jun 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারত-নেপাল সীমান্তের আট হাজারটিরও বেশি বর্ডার পিলার (সীমান্তে অবস্থিত স্তম্ভ) উপগ্রহ পরিষেবার আওতায় আসতে চলেছে৷ এ প্রসঙ্গে সম্মতি দিল দুই দেশই৷ সীমান্তের প্রায় ১৭০০ কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে এই পরিষেবার সুবিধা মিলবে৷ বর্ডার পিলারের জন্য নেপাল-ইন্ডিয়া বাউন্ডারি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাটি সিস্টেম (এনবিআই জিএনএসএস) ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে নেপালের বিদেশ মন্ত্রকের তরফে৷ শনিবার নেপাল-ইন্ডিয়া বাউন্ডারি ওয়ার্কিং গ্রূপের তৃতীয় ও সর্বশেষ দফার বৈঠকেই এই সংক্রান্ত আলোচনা হয়েছে৷

Advertisement

The post ভারত-নেপাল সীমান্তে উপগ্রহ পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement