সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Elections) আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘টেম্পল রান’ শুরু করেছিলেন। কখনও নিজেকে পৈতেধারী বলে দাবি করা, কখনও মানস সরোবর যাত্রা করা, কংগ্রেস (Congress) নেতা নিজেকে ‘হিন্দু’ প্রমাণ করার মরিয়া চেষ্টা করেছিলেন। তাতে ফল হয়নি। হিন্দুত্ব অস্ত্রেই কংগ্রেসকে মাত করে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও ফের রাহুলের সেই ‘হিন্দুত্ব’ মনে পড়ছে।
গান্ধী জয়ন্তীর প্রাক্কালে ‘হিন্দুত্ব’ নিয়ে দীর্ঘ পোস্ট করলেন কংগ্রেস নেতা। বোঝানোর চেষ্টা করলেন, হিন্দুত্ব মানে শুধু আমিত্ব নয়। শুধু নিজের ধর্মের বা নিজের কথা ভাবার নয়। একজন হিন্দু সবার কথা ভাবতে পারে। একজন হিন্দু ভয়কে জয় করতে পারে। একজন হিন্দু যন্ত্রণা এবং কষ্টের মহাসাগরে ভেসে গেলেও নিজের প্রতি বিশ্বাস রাখার সামর্থ্য রাখে।
[আরও পড়ুন: অশোকচক্রের জায়গায় সবুজ গম্বুজ, বাড়ির ছাদে বিকৃত জাতীয় পতাকা, গ্রেপ্তার যুবক]
সত্যম-শিবম-সুন্দরম শীর্ষক ওই সোশাল মিডিয়া পোস্টে কংগ্রেস নেতার বক্তব্য,”জীবনের মহাসাগরে প্রতিনিয়ত তাড়া করছে মৃত্যুর ভয়, ক্ষুধার ভয় এবং কিছু হারানোর ভয়। সেই সঙ্গে রয়েছে প্রত্যাখ্যাত এবং অপদস্ত হওয়ার ভয়ও। সেই ভয়কে জয় করে সবার জন্য ভাবতে হবে। রাহুল বলেন, হিন্দুত্বের এই পথ কারও একার নয়। সবার জন্য উন্মুক্ত। সত্য ও অহিংসার বাণীকে তুলে ধরা সমস্ত হিন্দুর একান্ত কর্তব্য। কেউ যদি নিজেকে হিন্দু বলে মনে করেন তাহলে শত্রুতা ভুলে সবার সঙ্গে বন্ধুত্ব করা উচিত।
[আরও পড়ুন: বছরের দলিত পড়ুয়াকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, রাজস্থানের স্কুলে ভাঙচুর উত্তেজিত জনতার]
নাম না করে এদিনও আরএসএসকে (RSS) নিশানা করে সম্প্রীতির বার্তাও দিয়েছেন রাহুল। তাঁর বক্তব্য, প্রত্যেক প্রকৃত হিন্দুর উচিত দরিদ্র ও নিঃস্বদের সেবা করা ও ধর্মকে রক্ষা করা। হিন্দুত্বের এই পথে যে কেউ হাঁটতে পারে। সর্বধর্মের রক্ষার এই নীতি নিলেই জীবনে প্রকৃত পথ খুঁজে পাওয়া যায়। বস্তুত এদিন কংগ্রেস নেতা হিন্দুত্ব নিজের উপলব্ধির তত্ত্বকথা শুনিয়েছেন। তবে তাঁর এই দীর্ঘ বার্তায় কোথাও না কোথাও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, প্রকৃত হিন্দু কখনও মানুষে মানুষে বিভেদ করে না। সর্বধর্ম সমন্বয় রক্ষা করে।