সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জটিলতা কাটতেই গোষ্ঠীর সম্প্রসারণের কাজ শুরু করল ব্রিকস (BRICS)। জানা গিয়েছে, সৌদি আরব (Saudi Arabia) ও মিশরকে (Egypt) এই গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেই খবর। প্রসঙ্গত, বুধবারই ব্রিকসের সম্প্রসারণের জন্য সবুজ সংকেত দিয়েছিল ভারত (India)। ওইদিন থেকেই নতুন সদস্যদের জন্য আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। উল্লেখ্য, চলতি ব্রিকস সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল এই গোষ্ঠীর সম্প্রসারণ করা।
২০১০ সালের পর এই প্রথমবার সম্প্রসারণের পথে হাঁটছে পাঁচ দেশের গোষ্ঠী ব্রিকস। ইতিমধ্যেই প্রায় ১২টি দেশ এই গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। তবে কাদের সদস্যপদ দেওয়া হবে তা নিয়ে আপত্তি ছিল ভারত, ব্রাজিলের মতো দেশগুলির। কারণ বিশেষজ্ঞদের অনুমান, ব্রিকসের আয়তন বাড়ার বিষয়টি পশ্চিমি দুনিয়া ভাল চোখে দেখছে না। তাদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের মতো ক্ষমতাশালী হয়ে উঠতে চাইছে এই জোট। যেহেতু চিন (China) ও রাশিয়া (Russia) দুই দেশই ব্রিকসের সদস্য, তাই নিজেদের ঘনিষ্ঠ দেশগুলিকেই সংগঠনের অন্তর্ভুক্ত করতে চাইছে মার্কিন বিরোধী দুই রাষ্ট্র।
[আরও পড়ুন: নেপালে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ ভারতীয় তীর্থযাত্রী-সহ ৭, আহত বহু]
এহেন পরিস্থিতিতে ব্রাজিলের দাবি ছিল, আমেরিকা বা পশ্চিমি দুনিয়ার দেশগুলির সঙ্গে শত্রুতায় জড়ানো ঠিক হবে না। মার্কিন বিরোধিতার পথে হাঁটতে চায়নি ভারতও। তবে ভারতের সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল আন্তর্জাতিক মহলে। গ্লোবাল সাউথের দেশগুলিকে ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ জোটে স্বাগত জানাতে চায় না ভারত, এমন প্রশ্নও ওঠে। তবে যাবতীয় সমালোচনা নস্যাৎ করে দিয়ে ব্রিকস সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সদস্য দেশগুলির সম্মতি নিয়ে ব্রিকসের সম্প্রসারণকে স্বাগত জানাচ্ছে ভারত। গ্লোবাল সাউথের দেশগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ভারতের তরফে সম্প্রসারণের সবুজ সংকেত পেতেই কাজ শুরু করে দিল ব্রিকস। প্রাথমিকভাবে সৌদি আরব ও মিশরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই দুই দেশের সঙ্গে ভারত ও আমেরিকার সুসম্পর্ক রয়েছে। যদি ব্রিকসে এই দুই দেশকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে চিন-রাশিয়ার ‘আধিপত্য’ অনেকটা কমবে। গোষ্ঠীর সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্যও বজায় থাকবে। এই পদক্ষেপকে ভারতের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।