সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই পরিচালক শুভম রায় তাঁর প্রথম ফিচার ফিল্মের শুটিং শেষ করেছেন। ছবির নাম ‘ভর্গ’। মূলত পারিবারিক ঘরানার গল্প বলবে। কাহিনির কেন্দ্রে কৌস্তভ আর শর্মিলা। এই দুই চরিত্রে রয়েছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস। শর্মিলার বাবা সৌম্যেন্দু সান্যাল, যে ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। ছবিতে তিনি একাধারে সমাজকর্মী ও স্কুলশিক্ষক।
বিবাহিত জীবনে কৌস্তভ আর শর্মিলা খুশিই ছিল। হঠাৎ তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। এবার দেখার এই ট্র্যাজিক পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পারে কি না, এই নিয়েই ছবিটি দানা বাঁধবে। সৌরভ অভিনেতা হিসেবে ক্রমশ পরিণত হয়েছেন, এবার সিনেমায় প্রান্তিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। প্রসঙ্গত, প্রান্তিকা কিছুদিন আগেই ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কাজ করেছেন। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান অভিনীত যে ছবি মুক্তির অপেক্ষায়।
[আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ ডাকাতির খপ্পরে দিব্যাঙ্কা, টাকা-পাসপোর্ট সর্বস্ব খুইয়ে বিদেশে আটকে অভিনেত্রী]
পরিচালক শুভম বলছেন, "শিবের আরেক নাম ভর্গ। সেখানেই পাপনাশক কথাটার যোগ রয়েছে। এই ছবিতে যেমন– রোম্যান্স, কমেডি, অ্যাকশন আছে, সে রকমই ইমোশন, ফ্যামিলি ড্রামা এবং সাসপেন্স রয়েছে। আর এতজন জনপ্রিয় আর্টিস্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। প্রত্যেকে গাইড করেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রদের এতদিন যেভাবে দেখে এসেছেন, তার থেকে আলাদাভাবে পাবেন। বেশ কিছু চমক আছে। শান্তিপুর-নদিয়ায় শুটিং হয়েছে। সবচেয়ে বড় কথা এই সিনেমার লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে নদিয়ায় একটি হাসপাতাল তৈরিতে।"
সৌরভ দাসের বক্তব্য, "শুভম আমাকে যখন গল্পটা শুনিয়েছিল, খুব ভালো লেগেছিল। চরিত্রটা খুবই ভালো। ও প্রথমবার পরিচালনা করছে, ওর সঙ্গে কাজ করে আমি খুশি। এই ছবিতে প্রান্তিকার বিপরীতে আমি। প্রান্তিকার সঙ্গে এর আগে একটা সিরিজে কাজ করেছি, পরিশ্রমী অভিনেত্রী। ‘বুমেরাং’-এর পর খরাজদার সঙ্গে আবার কাজ করলাম। ওর মতো দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে।"
খরাজ মুখোপাধ্যায়কেও একইরকম উচ্ছ্বসিত লাগল। তাঁর কথায়, "শুভম রায়ের সঙ্গে এটা আমার প্রথম ছবি। ভালো লেগেছে কাজটা করতে। ও খুবই পরিশ্রমী ছেলে।" ছবির গল্প লিখেছেন ভক্তিপদ দাস, চিত্রনাট্য পরিচালকের লেখা। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লোকনাথ দে, দেবাশিস গঙ্গোপাধ্যায়, গার্গী সেনগুপ্ত, সূর্য মজুমদার প্রমুখ। মিউজিক করছেন আদ্রিতা ঝিনুক ও সৌরভ দাস। গান গাইছেন এঁরা এবং নচিকেতা চক্রবর্তী, অর্ণব দত্ত ও সুস্বাতী মল্লিক।