সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা রাজ্যে লোকসভা নির্বাচন নিয়ে হইহই। এর মাঝেই আবার বরানগর বিধানসভায় উপনির্বাচন। সেখানে শাসকদলের তরফে লড়ছেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। প্রচারের ময়দানে তীব্র লড়াই করেছেন অভিনেত্রী। ভোটগ্রহণের পালা সাঙ্গ হয়েছে পয়লা জুন। এবার ফলাফল ঘোষণার অপেক্ষা। আর তা হবে আগামিকাল অর্থাৎ ৪ জুন। ২৪ ঘণ্টাও বাকি নেই। কী হবে? সমস্তটাই জগন্নাথ দেবের ভরসায় ছাড়ছেন নায়িকা।
বছর তিনেক আগে সায়ন্তিকার রাজনৈতিক অভিষেক হয়েছিল। বিধানসভা ভোটে প্রথমে বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। প্রখমবার সাফল্য পাননি। তবে সায়ন্তিকা হাল ছাড়েননি। দলীয় কর্মী হিসেবে কাজ করে গিয়েছিলেন। অভিনেত্রীর আশা ছিল সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের টিকিট পাবেন। তা হয়নি। এতে কিছুটা অভিমানী হয়েছিলেন। কিন্তু পরে আবার নিজেকে সামলে নেন। এর পরই বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সায়ন্তিকার নাম ঘোষণা হয়।
[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]
দুমাসেরও বেশি সময় ধরে বরনগরে প্রচার করেছেন সায়ন্তিকা। নাওয়া-খাওয়া ভুলে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। সুপারস্টার দেবও গিয়ে অভিনেত্রীর জন্য প্রচার করেছেন। এবার কী করবেন? এতদিন বাদে আগামিকাল অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিনই বাড়ি ফিরবেন সায়ন্তিকা। বরানগর তৃণমূলের শক্তঘাটি। তবে কোনও প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন অভিনেত্রী।
এবার কী জয় পাবেন? এমনই প্রশ্ন ছিল সংবাদমাধ্যমের। সায়ন্তিকার জবাব, 'সবই জগন্নাথের ভরসায়।' কোনও নেতিবাচক কথা শুনতে রাজি নন অভিনেত্রী। রাজনীতির এই ময়দানে নিজেকে শিক্ষানবিশই মনে করেন তিনি। শুধু নিজের কাজ মন ও প্রাণ দিয়ে করে যেতে চান। তাই ক্লান্তির অনুভূতি নেই। কিন্তু ফল ঘোষণার পর কী করবেন? সেই সময়টুকু শুধুই ঘুমোতে চান, জানালেন ঘাসফুল শিবিরের প্রার্থী।
[আরও পড়ুন: ফিনফিনে রাতপোশাকে খুশি কাপুর, ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ! প্রকাশ্যে যা করলেন নায়ক]