shono
Advertisement

জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI?

পুজোর আগে এরকম ভাল খবর! The post জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Sep 12, 2017Updated: 07:45 AM Sep 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কার্ড হোল্ডারদের জন্য সুখবর৷ এবার সোয়াইপ না করেও নিশ্চিন্তে পেমেন্ট করুন৷ পুজোয় এবার যত খুশি কেনাকাটা করুন, দাম মেটাতে এবার আর পিওএস মেশিনে কার্ড ঠেকানোরও দরকার নেই৷ কারণ, দ্রুতই সোয়াইপ মেশিনে আপনার স্মার্টফোনকে আলতো করে ঠেকালেই ঝঞ্ঝাটবিহীন পেমেন্ট করতে পারবেন৷ এমন সুবিধাই এবার আনতে চলেছে এসবিআই৷ পোশাকি ভাষায় একে বলে ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট’৷

Advertisement

[এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?]

ব্যাঙ্কের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এসবিআই তাদের অ্যাপকে ঢেলে সাজাচ্ছে৷ দ্রুতই এক নয়া প্রযুক্তির সৌজন্যে এসবিআই গ্রাহকদের সঙ্গে করে কার্ড নিয়ে আর ঘুরতে হবে না৷ ‘হোস্ট কার্ড ইমুলেশন’ প্রযুক্তির সাহায্যে সঙ্গে করে কার্ড নিয়ে ঘোরার দিন শেষ! এমনিতেই এখন স্যামসাং পে প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনা কার্ডেই পেমেন্ট করা যায়৷ দ্রুতই ডিজিটাল লেনদেনের জগতে কার্যত বিপ্লব আনতে চলেছে এসবিআই৷ তারা লঞ্চ করতে চলেছে তাদের নিজস্ব কন্ট্যাক্টলেস পেমেন্ট পরিষেবা৷ এখন এসবিআই ব্যাঙ্কের গ্রাহকরা স্যামসাংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারেন কিন্তু এরপর এসবিআই অ্যাপ ব্যবহার করেই এই সুবিধা মিলবে৷

এর ফলে যেমন কার্ড হারানোর আশঙ্কা থাকবে না, তেমনই সঙ্গে করে কার্ড বহন করার ঝামেলা নেই৷ এই প্রযুক্তিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হবে বলে এসবিআই সূত্রে খবর৷ এমনিতেই এ দেশে এখন এসবিআই দ্বিতীয় বৃহত্তম কার্ড প্রদানকারী ব্যাঙ্ক৷ নয়া এই পরিষেবা চালু করে আরও বেশি গ্রাহককে ব্যাঙ্কের ছাতার তলায় নিয়ে আসতে চাইছেন শীর্ষকর্তারা৷ নোটবন্দির পর প্রতি মাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা ৬০ হাজার থেকে বেড়ে হয় এক লক্ষের আশেপাশে৷ আর বর্তমানে প্রতি মাসে অন্তত দুই লক্ষ গ্রাহক কার্ড ব্যবহার করে নগদহীন লেনদেন করেন৷

[SBI এটিএম থেকে টাকা তুললেই কাটবে ২৫ টাকা! জেনে নিন সত্যিটা]

The post জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement