shono
Advertisement
Canada

'শ্বেতাঙ্গ হানাদাররা ইউরোপে যাও', কানাডায় হুঙ্কার খলিস্তানিদের, ভিটে হারাবে ভূমিপুত্ররাই?

সমাজমাধ্যমে ভাইরাল কানাডায় খলিস্তানিদের মিছিল।
Published By: Kishore GhoshPosted: 03:12 PM Nov 16, 2024Updated: 03:28 PM Nov 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পর গত বছর ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল খলিস্তানিরা। এবার খোদ ভূমিপুত্র কানাডাবাসী শ্বেতাঙ্গদের দেশ ছেড়ে ইংল্যান্ড কিংবা ইউরোপে চলে যাওয়ার নিদান দিল খলিস্তানিরা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে খলিস্তানিপন্থী এক ব্যক্তি কানাডিয়ানদের হুমকি দেন।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া দুই মিনিটের ভিডিওটি 'নগর কীর্তন'-সহ একটি শোভাযাত্রার। যেটি চলছিল কানাডার ব্রিটিশ কলম্বিয়ার এলাকায় সুররে-তে। শোভাযাত্রায় খলিস্তানি পতাকা ছিল অনেকের হাতে। উপস্থিত জনতাকে খলিস্তানিপন্থী স্লোগান দিতে শোনা যায়। এক সময় যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলতে থাকেন---"শ্বেতাঙ্গরা বহিরাগত হানাদার। কানাডা আমাদের জায়গা।" এর পর শ্বেতাঙ্গদের উদ্দেশে বলেন---"তোমারা ইংল্যান্ডে এবং ইউরোপে চলে যাও।" খোদ কানাডিয়ানদের উদ্দেশে হুঁশিয়ারি দেন, "এটা কানাডা, আমাদের দেশ। তোমরা (কানাডিয়ান) ফিরে যাও।"

এক্স হ্যান্ডেলে বিতর্কিত ভিডিওটি পোস্ট করেন ড্যানিয়েল বোর্ডম্যান নামের এক ব্যক্তি। ক্যাপশানে তিনি লেখেন, সুররে-তে এক খলিস্তানিরা শোভাযাত্রা করে। তাঁরা দাবি করে, "আমরাই কানাডার মালিক।" আরও বলে, শ্বেতাঙ্গরা ইউরোপে কিংবা ইজরায়েলে চলে যাক। কানাডার বিদেশ নীতিতে ওদের আমরা নাক গলাতে দেব কেন?

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত অভিযোগ করেন। তিনি দাবি করেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার। এর পর থেকেই ভারত-কানাডা সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ট্রুডোর দাবি উড়িয়ে দেয় নয়া দিল্লি। যদিও খলিস্তানিপন্থীদের নিয়ে উদ্বেগ অব্যাহত। কিছুদিন আগেই কানাডার একটি হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। আগেই হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দেয় তারা। এবার খোদ শেতাঙ্গা কানাডিয়ানদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক্স হ্যান্ডেলে বিতর্কিত ভিডিওটি পোস্ট করেন ড্যানিয়েল বোর্ডম্যান নামের এক ব্যক্তি।
  • সমাজমাধ্যমে ভাইরাল হওয়া দুই মিনিটের ভিডিওটি 'নগর কীর্তন'-সহ একটি শোভাযাত্রার।
Advertisement