shono
Advertisement

জ্ঞানবাপীতে ওজুর ব্যবস্থা করুন! রমজান মাসে বারাণসীর জেলাশাসককে সুপ্রিম নির্দেশ

মঙ্গলবারই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
Posted: 06:22 PM Apr 17, 2023Updated: 06:31 PM Apr 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৭ মে জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ( DY Chandrachud)  বেঞ্চের নির্দেশ ছিল, মসজিদের জলাধারে ‘শিবলিঙ্গে’র নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিতে পারে বারাণসীর আদালত। তবে কোনও ভাবেই মসজিদে নমাজ বন্ধ করা যাবে না। এবার জ্ঞানবাপী মসজিদে মুসলিমদের নমাজের আগে ওজুর (হাত-মুখ ধোয়ার স্থান) ব্যবস্থার জন্য বারাণসীর জেলাশাসককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রমজান মাসের প্রার্থনার কথা মাথায় রেখেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। 

Advertisement

সুপ্রিম কোর্টের ১৭ মে-র নির্দেশের সময়সীমা ছিল গত ১১ নভেম্বর পর্যন্ত। কিন্তু সে দিনও সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছিল। এর ফলে মসজিদে নমাজ পড়ায় বাধা ছিল না। কিন্তু জলাধার সিল করে দেওয়ায় ওজু নিয়ে সমস্যা দেখা দেয়। উল্লেখ্য, এর আগে আদালতের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI) ধর্মস্থানের সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি করে এবং তার প্রাথমিক রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে ‘শিবলিঙ্গে’র অস্তিত্বের কথা বলা হয়েছিল। এর পরেই বারাণসী নিম্ন আদালতের নির্দেশে মসজিদের অন্দরের ওজুখানা (জলাধার) ও তহখানা সিল করা হয়।

[আরও পড়ুন: ‘অসহায়তার সুযোগ নিয়ে ধর্মান্তকরণ করছে ওরা’, খ্রিস্টান মিশনারিদের তোপ RSS প্রধানের]

এই অবস্থায় শীর্ষ আদালতের নির্দেশে বিতর্কিত মসজিদে নমাজে বাধা না থাকলেও ওজুখানা বন্ধ থাকায় অসুবিধায় পড়ছিলেন মুসলিম ধর্মাবলম্বীরা। গোটা বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’। শুনানিতে মসজিদ কমিটির আইনজীবী বলেন, কমপক্ষে একটি অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হোক। এই আবেদনে সাড়া দিয়ে ওজুর ব্যবস্থার জন্য বারাণসীর জেলাশাসককে নির্দেশ দিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। রমজান মাসের প্রার্থনার কথা মাথায় রেখেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবারই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ২৪ বছর পর ফাটল কার্গিল যুদ্ধের বোমা! নিহত কিশোর, আহত আরও ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement