সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে অনাথ শিশুর সংখ্যা ৩ কোটিরও বেশি। সেখানে বছরে দত্তক নেওয়া হয় মাত্র ৪ হাজার শিশুকে। বহু দম্পতিকেই দত্তক নেওয়ার জন্য আবেদন করেও দীর্ঘ প্রতীক্ষা করতে হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল এই দীর্ঘসূত্রিতার অভিযোগ জানিয়েই। সেই আবেদন সাড়া দিল শীর্ষ আদালত। দত্তক নেওয়া সংক্রান্ত আইনি প্রক্রিয়াকে দ্রুততর করতে নির্দেশ দিল মোদি সরকারকে।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্বেচ্ছাসেবী সংস্থা ‘টেম্পল অফ হিলিং’-এর প্রতিষ্ঠাতা পীযূষ সাক্সেনার আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে প্রশ্ন রেখেছে, কেন এই দত্তক নেওয়ার প্রক্রিয়াকে আরও সরল করা হয়নি। শিশু দত্তক নেওয়ার বিষয়টিকে ‘মানবিক বিষয়’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বহু শিশু একটা উন্নততর জীবনের জন্য প্রতীক্ষা করে রয়েছে।
[আরও পড়ুন: ইজরায়েলের হয়ে হামাস নিধনে মণিপুরের যোদ্ধারা!]
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন বেঞ্চ জানাচ্ছে, ”দত্তক নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব করা হচ্ছে। দম্পতিদের তিন থেকে চার বছর অপেক্ষা করতে হচ্ছে। আমরা কেন দত্তক নেওয়ার বিষয়টিতে বিলম্ব করছি? কেন সেন্ট্রাল অ্যাডপটেশন রিসোর্স অথোরিটি (CARA) এই ব্যাপারে কিছু করছে না?” দত্তক নেওয়ার প্রক্রিয়ার এই জটিলতা ও বিলম্বের ত্রুটির দিকগুলি চিহ্নিত করে একটি রিপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।