shono
Advertisement

এবার গ্রামে গ্রামে মিলতে পারে আইনি পরিষেবা, অভিনব প্রস্তাব সুপ্রিম কোর্টের বিচারপতির

এলএলবি কোর্সের কাঠামোয় হতে পারে রদবদল।
Posted: 04:03 PM Mar 27, 2022Updated: 04:16 PM Mar 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল পড়ুয়ারা কোর্সের শেষ বছরে গিয়ে ইন্টার্নশিপ করেন। সেই একই কাজ আইন পড়ুয়াদেরও করা উচিত বলে মন্তব্য করেছেন দেশের দ্বিতীয় বয়োজ্যাষ্ঠ বিচারপতি ইউ ইউ ললিত। আইন (Law Students) পড়ুয়াদেরও এবার বাধ্যতামূলক ইন্টার্নশিপ (Internship) করা উচিৎ বলে জানালেন  সুপ্রিম কোর্টের  (Supreme Court) বিচারপতি। মেডিক্যাল পড়ুয়াদের মতোই আইন পড়ুয়াদের উচিত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে আইনি পরিষেবা প্রদান করা। শনিবার আইনজীবীদের একটি সম্মেলনে গিয়ে এই কথা বলেন বিচারপতি ললিত। ইন্টার্নরা গ্রামের তালুকগুলিতে গিয়ে মানুষকে আইন সম্পর্কে সচেতন করবে। এছাড়াও গ্রামের মানুষকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হবে এই ইন্টার্নদের কাজ।

Advertisement

পাঁচ বছরের এলএলবি (LLB) কোর্সের শেষে বাধ্যতামূলক ভাবে গ্রামাঞ্চলে যাবে আইন পড়ুয়ারা। বিচারব্যবস্থায় প্রাথমিক হাতেখড়ি হবে গ্রামের তালুকগুলি থেকেই। কোনও ব্যক্তিকে গ্রেফতারের আগে, গ্রেফতারের সময় এবং আদালত থেকে হাজতে পাঠানোর সময় তাকে আইনি সহায়তা দেবে এই পড়ুয়ারা। বিশেষত যাদের পক্ষে কোনও উকিল সওয়াল করতে রাজি হবেন না, তাদের পাশে দাঁড়াবে ইন্টার্নরা। এমন প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। বিচারপতি ললিত আরও জানিয়েছেন, ভারতীয় বার কাউন্সিলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন তিনি। 

[আরও পড়ুন: ইউক্রেনের শহরে শহরে অবাধ লুঠতরাজ রুশ সেনার! খাদ্য ও ওষুধের অভাবে ধুঁকছে আমজনতা]

“আমাদের দেশে ডাক্তারি পড়ুয়ারা তাদের নির্দিষ্ট কোর্সের শেষে ইন্টার্নশিপ (Internship) করার মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দেয়। সেই একই কাজ আইন পড়ুয়ারা করবে না কেন?” প্রশ্ন তুলেছেন বিচারপতি ললিত। কেবলমাত্র মেডিক্যাল পড়ুয়ারাই কেন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে, সেই কথাও বলেছেন তিনি। বিচারপতি হিসাবে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি জানিয়েছেন, “নৈতিক ভাবে আইনি শিক্ষায় পদক্ষেপ করা উচিত আমাদের।” বার কাউন্সিলের (Bar Council of India) মতামত নিয়েই এই প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন তিনি। তৃতীয় বর্ষের শেষে নিয়মিত ভাবে পড়ুয়ারা গ্রামে যাবেন। এর ফলে পড়ুয়াদের হাতে কলমে অভিজ্ঞতা হবে যা তাদের ভবিষ্যতে সাহায্য  করবে।

একই সঙ্গে প্রত্যেক মানুষের ন্যূনতম আইনি সাহায্য পাওয়ার অধিকারের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, “সঠিকভাবে আইনি সাহায্য প্রদান করা আইন বিভাগের অধিকারিকদের কর্তব্য। সেই চাহিদাও পূরণ করবে এই বাধ্যতামূলক ইন্টার্নশিপ।” একইসঙ্গে ভারতের আইনব্যবস্থার একমাত্র জনকল্যাণমূলক উদ্যোগ হতে পারে এই ইন্টার্নশিপ, মনে করছেন বিচারপতি ললিত। কিন্তু কবে বাস্তবায়িত হবে এই পরিকল্পনা?  উত্তর এখনও জানা নেই।

[আরও পড়ুন: রাসায়নিকের বিষক্রিয়ায় মৃত্যু? জলপাইগুড়িতে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement