স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: সরকারি চাকরির পদোন্নতিতে তফসিলি জাতি (এসসি), উপজাতি (এসটি) সংরক্ষণের বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এক্ষেত্রে নতুন কোনও মাপকাঠি নির্ধারণও করা হবে না। জানিয়ে দিল শীর্ষ আদালত।
সরকারি চাকরির পদোন্নতিতে তফসিলি জাতি (এসসি), উপজাতি (এসটি) সংরক্ষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, বিভিন্ন সরকারি পদে কেন এসসি-এসটি সংখ্যা পর্যাপ্ত নয়, বিভিন্ন পদে এসসি-এসটি সংরক্ষণের অনুপাত কী হওয়া উচিত, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করতে হবে রাজ্য সরকারগুলিকেই। এটি তাদেরই দায়িত্ব।
[আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য খুলছে পুরীর মন্দির, দিনক্ষণ জানিয়ে দিল কর্তৃপক্ষ]
আগেই একাধিকবার শীর্ষ আদালতে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। এই মামলার শুনানিতে গত বছরের অক্টোবরেই রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। শুক্রবার ফের তার শুনানি ছিল। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়, উচ্চপদে এসসি-এসটিদের পর্যাপ্ত প্রতিনিধি না থাকার কারণ নির্ধারণ করতে নতুন কোনও শর্ত ঠিক করতে পারে না আদালত। এই কাজ রাজ্যগুলির।