shono
Advertisement

দাঙ্গায় গণধর্ষণের শিকার, বিলকিস বানোকে ক্ষতিপূরণে সুপ্রিম নির্দেশ গুজরাট সরকারকে

৫০ লক্ষ টাকা, বাসস্থান, সরকারি দেওয়ার নির্দেশ৷ The post দাঙ্গায় গণধর্ষণের শিকার, বিলকিস বানোকে ক্ষতিপূরণে সুপ্রিম নির্দেশ গুজরাট সরকারকে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Apr 23, 2019Updated: 08:14 PM Apr 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় দশকেরও বেশি সময় পর সুবিচার পেলেন৷ গুজরাটে গোধরা দাঙ্গার সময় গণধর্ষণ ও নৃশংস হামলার শিকার বিলকিস বানোকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সেইসঙ্গে সরকারি চাকরি এবং সবরকম সামাজিক সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে গুজরাট সরকারকে৷

Advertisement

[ আরও পড়ুন : বেলাইনে ভোট দিতে গিয়ে ভোটারদের রোষে সুপারস্টার অজিত, দেখুন ভিডিও]

২০০২ সালে গোধরা দাঙ্গা পরবর্তী সময়ে গুজরাটের দাহদের বাসিন্দা বিলকিস বানোর পরিবারের উপর নেমে আসে অত্যাচার৷ রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির জেরে সেখান থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আহমেদবাদ পৌঁছায় তার পরিবার৷ সেখানে রান্ধিকপুর গ্রামের কাছে গণধর্ষণের শিকার হন অন্তঃসত্বা বিলকিস বানো৷ নৃশংসভাবে হত্যা করা হয় তার ছোট্ট মেয়ে-সহ পরিবারের ১৪ জনকেও৷ সেই মামলা চলছিল৷ ২০০৮ সালে ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়৷ ততদিনে ভিটেমাটি হারিয়ে পুরোপুরি অসহায় বিলকিস বানো৷

এর আগে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল৷ মামলা বিচারাধীন ছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চে৷ তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বিচারপতি – দীপক গুপ্তা, সঞ্জীব খান্না৷ বিভিন্ন তথ্যপ্রমাণ দেখে তাঁদের পর্যবেক্ষণ দোষীদের সাজা হলেও, ধর্ষিতা বিলকিস বানোর পুনর্বাসনের জন্য কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷ যার জন্য শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় গুজরাট সরকারকে৷ এরপরই এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট৷  

[ আরও পড়ুন : ভোট দিতে গিয়ে রাজনৈতিক বক্তব্য! মোদির বিরুদ্ধে কমিশনে কংগ্রেস]

তবে জটিল এবং দীর্ঘ প্রক্রিয়ার জন্য বিলকিস বানো মামলা বেশ গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলা বলে চিহ্নিত হয়৷ তদন্তকারী অফিসারদের একাংশ তদন্তকে অন্য পথে চালিত করছে বলে নতুন মামলা দায়ের করেন বিলকিস৷ শেষ পর্যন্ত তাঁর আইনজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ভবিষ্যৎ সুরক্ষার একটা সন্ধান দেয় দেশের শীর্ষ আদালত৷ গুজরাট সরকারকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ নির্দেশ দেয়, বিলকিস বানোকে একটি সরকারি চাকরি দিতে হবে৷ থাকার পাকাপাকি বন্দোবস্ত করে দিতে হবে এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ এই জয়ে স্বভাবতই স্বস্তিতে গোধরা দাঙ্গার অন্যতম শিকার বিলকিস বানো৷

The post দাঙ্গায় গণধর্ষণের শিকার, বিলকিস বানোকে ক্ষতিপূরণে সুপ্রিম নির্দেশ গুজরাট সরকারকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement