সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলার পঞ্চায়েত ভোটে (Bengal Panchayat Vote 2023) পর্যবেক্ষক নিয়োগ এক্তিয়ার বহির্ভূত কাজ। নিজেদের ‘সুপারবডি’ হিসেবে গণ্য করে এহেন স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের জন্য সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। শুক্রবার এই সংক্রান্ত মামলায় ‘সুপ্রিম’ তোপের মুখে কেন্দ্রীয় সংস্থাটি। পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টও জাতীয় মানবাধিকার কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তার বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও ভর্ৎসনার মুখে পড়তে হল কমিশনকে।
শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে কমিশনের হস্তক্ষেপ করা দরকার ছিল। কিন্তু সেসব জায়গায় না গিয়ে বাংলার পঞ্চায়েত ভোটে নিজেদের ‘সর্বেসর্বা’ ভেবে, এক্তিয়ারের বাইরে গিয়ে পর্যবেক্ষ নিয়োগ করেছে। গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য একটি স্বশাসিত সংস্থা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন স্বৈরাচারী মনোভাব নিয়ে এই কাজ করেছে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে।
[আরও পড়ুন: পোস্টিং দুর্নীতি মামলায় ৩৫০ শিক্ষককে জিজ্ঞাসাবাদ, সিবিআইকে অনুমতি হাই কোর্টের]
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার খবরে পর্যবেক্ষক নিয়োগ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রের এই অযাচিত হস্তক্ষেপের বিরোধিতায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। তাতে হাই কোর্টে স্পষ্টতই কমিশনের ভূমিকার সমালোচনা করেছিল। পাশাপাশি, শাসকদলের অভিযোগ ছিল, বাংলার প্রতি কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণের এও এক নিদর্শন। তাই এখানকার ভোটে পর্যবেক্ষক পাঠানো হল। হাই কোর্টের এই পর্যবেক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় NHRC. কিন্তু সেখানেও তোপের মুখে পড়তে হল।