সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তিতে প্রায় ২০০ জন চাকরিহারা প্রাথমিক শিক্ষক।
এবার ১৮৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর জারি করা হল স্থগিতাদেশ। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চে ১২ এপ্রিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই মামলারও শুনানি হবে।
গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে তিন দফায় ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শূন্যপদে দ্রুত নতুন নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে আগেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো শিক্ষকরা। সেই সময় সুপ্রিম কোর্ট তাঁদের কলকাতা হাই কোর্টের কাছে নিজেদের বক্তব্য রাখার নির্দেশ দেয়। সেই মতো তাঁরা কলকাতা হাই কোর্টে এলেও নিজেদের নিয়োগ স্বচ্ছ, তা প্রমাণ করতে ব্যর্থ হয়। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
[আরও পড়ুন: তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি বাতিল, নির্বাচন কমিশনের ‘কোপে’ RSP, CPI-ও]
এরপর নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি হারানো প্রাথমিক শিক্ষকরা। এদিন শুনানিতে ১৮৪ জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়। এর ফলে ওই ১৯৬ জনের চাকরি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হল বলে মনে করছেন আইনজীবীরা। কারণ সুপ্রিম কোর্ট আগেই এইসব পদে নতুন নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে।