সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট বহাল রাখল দেউলিয়া বিধি সংশোধনী। তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ মেনে নিল এই বিধির কয়েকটি ধারা পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। সব মিলিয়ে দুশোরও বেশি পিটিশন জমা পড়েছিল এই বিধির বিবিধ ধারাকে চ্যালেঞ্জ করে।
বৃহস্পতিবার ছিল সেই মামলাগুলির শুনানি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, দেউলিয়া বিধি সাংবিধানিক ভাবে বৈধ। এবং পিটিশনারদের দাবি অনুযায়ী তা মোটেই ‘স্বেচ্ছাচারী’ নয়। একে সংবিধানের ‘মৌলিক অধিকার’, ‘জীবিকার অধিকারে’র পরিপন্থী বলা যায় না বলেও জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ।
[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]
উল্লেখ্য, ২০১৬ সালে চালু হয়েছিল দেউলিয়া বিধি (Insolvency and Bankruptcy code)। প্রথম থেকেই এই বিধিকে বড় পদক্ষেপ বলে দাবি করেছে কেন্দ্র। ঋণের বকেয়া আদায় ও বিপন্ন শিল্পকে চাঙ্গা করে তুলতে এই বিধি বিরাট কাজে আসবে। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, নতুন বিধিতে আদায়ের পরিমাণ বাড়েনি, বরং কমেছে। তবে গত আগস্টে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, দেউলিয়া বিধি অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।