shono
Advertisement

আলিয়া, দীপিকা, অনুষ্কার সঙ্গে কাজ করতে ভয় হয়: অমিতাভ

হঠাৎ কেন এমন বললেন 'বিগ বি'? The post আলিয়া, দীপিকা, অনুষ্কার সঙ্গে কাজ করতে ভয় হয়: অমিতাভ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Oct 30, 2018Updated: 10:04 PM Oct 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার বলিউডের ইয়ং জেনারেশনের কাজের তারিফ করতে শোনা গিয়েছে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকে৷ রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা-র মতো নয়া প্রজন্মের অভিনেতাদের প্রশংসায় মাঝে মধ্যেই পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে৷ তবে এবার কেমন যেন, উলটো সুর শোনা গেল ‘ডন’এর গলায়৷ তিনি জানালেন, আলিয়া, দীপিকা ও অনুষ্কার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে তিনি ভয় পান৷ কারণ তাঁর আশঙ্কা, এদের সঙ্গে কাজ করলে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে তাঁর৷ অত্যন্ত প্রিয় বলিউডের ইয়ং ব্রিগেড নিয়ে কেন এমন মন্তব্য করলেন ‘বিগ বি’? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে৷

Advertisement

[ভালবাসার মোড়কে বিপর্যয়ের কাহিনি, মুক্তি পেল ‘কেদারনাথ’-এর টিজার]

তবে ঘাবড়ে যাওয়ার মতো বিষয় হয়নি বলে জানাচ্ছেন সিনেমা বিশেষজ্ঞরা৷ কারণ, এবারও নাকি নিতান্তই মজার ছলেই মন্তব্যটি করেছেন তিনি৷ সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শোয়ের একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন মিস্টার বচ্চন৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, ”বলিউডের নব প্রজন্মের মধ্যে আলিয়া, অনুষ্কা ও দীপিকারা সত্যিই শক্তিশালী অভিনেত্রী৷ আমি ওদের সঙ্গে কাজ করতে ভয় পাই৷ দীর্ঘদিন ধরে আমরা যাঁরা কাজ করছি, তাঁরা এখনও ভাল কাজ করার চেষ্টা করে যাচ্ছি৷ কিন্তু এরা সবেমাত্র শুরু করেছে৷ অথচ প্রথমদিন সেটে আসা থেকেই এরা জানে যে, কী ধরনের কাজ করছে বা কী ধরনের কাজ করতে চায়৷ আত্মবিশ্বাস ও পরিণতবোধে পরিপূর্ণ এরা৷ দেখুন রণবীর, সুশান্ত, রাজকুমার, বরুনরা কত ভাল কাজ করছে…এদের কাজে আমি আচ্ছন্ন হয়ে পড়ছি৷”

[ফের ‘সত্যমেব জয়তে’ নিয়ে টেলিভিশনে ফিরছেন আমির!]

অতীতে একাধিকবার বলিউডের নব প্রজন্মের পিঠ চাপড়ে দিতে দেখা গিয়েছে মিস্টার বচ্চনকে৷ কখনও টুইটারে বা কখনও চিঠি মারফৎ তিনি প্রশংসা বার্তা পৌঁছে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাডুকোনদের কাছে৷ সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের কাটিং দিয়ে নিজের বায়োডাটাও প্রকাশ করেন ‘বিগ বি’৷ নব প্রজন্মের দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোনের হাইট বা উচ্চতার বিষয়ে লেখা সেই প্রতিবেদনটি নিয়ে মজা করতে দেখা যায় তাঁকে৷ দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মিস্টার বচ্চন৷ সম্প্রতি আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি শুটিং-এর একটি মজার ছবিও প্রকাশ করেন ‘বিগ বি’৷ এর থেকেই প্রমাণিত হয় যে, বলিউডের ইয়ং ব্রিগেডের কতটা কাছের ও পছন্দের তিনি৷   

The post আলিয়া, দীপিকা, অনুষ্কার সঙ্গে কাজ করতে ভয় হয়: অমিতাভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement