সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ময়দানে শুরু ফুটবলের উন্মাদনা। ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা লিগের। প্রকাশিত হল সিএফএলের প্রাথমিক পর্যায়ের সূচি। সোমবার কলকাতা লিগের প্রথম পর্যায়ের সূচি ঘোষণা করল আইএফএ। আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন-এ’র খেলা। আপাতত প্রথম তিন সপ্তাহের খেলার সূচি ঘোষিত হয়েছে। তবে, ডার্বির তারিখ এখনও ঘোষিত হয়নি।
[আরও পড়ুন: এবছর জোড়া ‘মোহনবাগান রত্ন’, প্রাপকদের নাম ঘোষণা সবুজ-মেরুন শিবিরের]
২৬ জুলাই প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ পিয়ারলেস। চ্যাম্পিয়ন এবং রানার্স আপের ম্যাচ দিয়েই লিগ শুরু করছে আইএফএ। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলছে ৩১ জুলাই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। ২৯ জুলাই মহামেডানের প্রথম ম্যাচ এরিয়ানের বিরুদ্ধে। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ কাস্টমসের বিরুদ্ধে ৬ আগস্ট। ৯ আগস্ট ইস্টবেঙ্গল নামবে বিএসএসের বিরুদ্ধে। মহমেডান দ্বিতীয় ম্যাচে নামবে ৮ আগস্ট সাদার্ন সমিতির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান এই তিন প্রধানই নিজেদের মাঠেই লিগের ম্যাচ খেলবে। অধিকাংশ ম্যাচই হবে বিকেল ৩ টের সময়। তবে, বিকেল পাঁচটাতেও কিছু ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে বিরাট জয়, গোয়ার ক্লাবকে হাফ ডজন গোল দিল মোহনবাগান]
কলকাতা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন অবশ্য হচ্ছে ২৪ জুলাই। তাছাড়া ২৫ জুলাই অংশগ্রহণকারী সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে আইএফএ। থাকছেন ম্যাচ কমিশনারও। প্রাথমিক সূচি ঘোষণা করা হলেও, লিগ কবে শেষ হচ্ছে তা এখনও জানায়নি আইএফএ। তাছাড়া ডার্বির দিনও নির্ধারিত হয়নি। তবে আইএফএ সূত্রের খবর, ১৭ আগস্ট আয়োজিত হতে পারে মরশুমের প্রথম ডার্বি। আর মহালয়ার দুদিন আগে লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে আইএফএর।এদিকে, ডুরান্ড কাপ শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে কলকাতা লিগ। ২ আগস্ট পর্যন্ত চলবে ডুরান্ড। যদিও, আইএফএ-র দাবি দুটি টুর্নামেন্ট একসঙ্গে চললেও খুব একটা অসুবিধা হবে না। তবে, ব্যস্ত ক্রীড়াসূচি নিয়ে চিন্তিত দুই প্রধানই।
The post অপেক্ষার অবসান, প্রকাশিত কলকাতা লিগের প্রথম পর্যায়ের ক্রীড়াসূচি appeared first on Sangbad Pratidin.