shono
Advertisement

জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের!

কেন এমনটা করল স্কুল কর্তৃপক্ষ? The post জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM May 28, 2017Updated: 09:50 AM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী হয়ে ওঠার সমস্ত যোগ্যতা রয়েছে ১৩ বছরের এই ছাত্রীর মধ্যে৷ ভবিষ্যতে বিশ্বে সন্ত্রাস ছড়াতে সফল হবে সে৷ তাই জঙ্গি হয়ে ওঠার সর্বগুণসম্পন্ন সপ্তম শ্রেণির ছাত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দিলেন শিক্ষক৷ নাহ! কোনও ছবির চিত্রনাট্য নয়৷ আমেরিকার এক স্কুলে এমন অদ্ভুত ঘটনায় বিস্মিত ছাত্রীর অভিভাবকও৷ তাঁরা স্কুলকে এ জন্য ক্ষমা চাইতে বলেছেন৷

Advertisement

টেক্সাসের চ্যানেলভিউর অ্যান্টোনি অ্যাগুইরি জুনিয়র হাইস্কুলের ঘটনা৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,  মজা করতেই আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের৷ অদ্ভুত কিছু কারণের জন্য সেখানে ছাত্রদের হাতে শংসাপত্র তুলে দেন শিক্ষকরা৷ নেহাতই মজা করার জন্যই নাকি এমন পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল৷ গত সোমবারই ম্যাঞ্চেস্টারে পপ তারকা আরিয়ানার কনসার্টে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছিলেন ২২ জন সাধারণ মানুষ৷ আর ঠিক তার পরের দিন মার্কিন মুলুকের এই স্কুলে সন্ত্রাসবাদ নিয়ে ঠাট্টা করা হয়৷ ১৩ বছরের লিজেথ জানায়, “শিক্ষক যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করলেন, নিজের কানকে বিশ্বাস করতে পারিনি৷ অত্যন্ত হতাশ হয়ে পড়ি৷ রাগও হয়৷ কিন্তু সকলের সামনে তা প্রকাশও করতে পারিনি৷ আমার হাতে শংসাপত্র তুলে দেওয়ার সময় শিক্ষক হাসছিলেন৷”

[মন্ত্রী আসবেন হাসপাতালে, বের করে দেওয়া হল রোগীদের!]

গোটা ঘটনায় বিরক্ত লিজেথের মা এনা হার্নান্ডেজও৷ তিনি এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ৷ তিনি বলেন, “পুরস্কারের কথাটা শুনেই অবাক হয়ে গিয়েছিলাম৷ আমার মেয়ে যথেষ্ট ভাল ছাত্রী৷ তাই এ ধরনের ঠাট্টার সঙ্গে ওর নাম জড়ানোয় আমি বেশ হতাশ৷ শিক্ষকদের হাসি পেলেও আমার মেয়েরও এই ঘটনায় হাসি পায়নি৷” শুধু লিজেথ ছাড়াও আরও কয়েকজনকে বেশ অদ্ভুত কারণে পুরস্কৃত করা হয়েছে৷ যেমন যে কোনও বিষয়ে কান্নাকাটি করার জন্য, যে কোনও সময় ঘরছাড়া হতে পারে এমন কারণেও পুরস্কার দেওয়া হয়৷ তবে এমন অনুষ্ঠানের জন্য পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ বলা হয়েছে, স্কুলে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা তাদের উচিত হয়নি৷

[যোগীর রাজ্যে মহিলাকে শ্লীলতাহানি করে ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়]

The post জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার