shono
Advertisement

Breaking News

বিশ্ব বাঘ দিবসে সুখবর, বক্সা প্রকল্পে ডোরাকোটার অস্তিত্ব মানল কেন্দ্র

২০১৮ সালে বাঘ সুমারিতে বক্সাতে কোনও বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি।
Posted: 05:44 PM Jul 29, 2023Updated: 05:44 PM Jul 29, 2023

রাজ কুমার, আলিপুরদুয়ার: বিশ্ব বাঘ দিবসে (World Tiger Day) বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য সুখবর। বক্সাতে হলুদ ডোরাকাটার অস্তিত্ব স্বীকার করল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। আজ অর্থাৎ শনিবার উত্তরাখন্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করে তারা। সেই রিপোর্টেই মিলল সুখবর।

Advertisement

সেই রিপোর্টেই দাবি করা হয়েছে, বক্সা অভয়ারণ্যতে একটি বাঘ রয়েছে। উত্তরবঙ্গে মোট দু’টো বাঘের অস্তিত্বের কথা বলা হয়েছে। তার মধ্যে বক্সাতে একটা বাঘ রয়েছে বলে দাবি করা হয়েছে বাঘ সুমারির রিপোর্ট। উল্লেখ্য, ২০১৮ সালে বাঘ সুমারিতে বক্সাতে কোনও বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০২২ সালে বাঘ সুমারির রিপোর্ট আজ প্রকাশ হল। সেই রিপোর্টে বক্সাতে একটি বাঘের উপস্থিতি স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।

[আরও পড়ুন: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতাল যাচ্ছেন মমতা, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?]

ব্যাঘ্র প্রকল্প। বড়সড় এলাকাজুড়ে শুধুই বাঘেদের বাসস্থান। পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতের গর্ব বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve)। প্রকৃতিকে ভালবেসে প্রকৃতির আরেক সদস্যের জন্য খুলে দেওয়া প্রকৃতির দ্বার। চেষ্টার ত্রুটি ছিল না কিছু। সাফল্যও মিলেছে বটে। ডোরাকাটা বনের রাজাকে দেখতে কত পর্যটকই না ঘুরে গিয়েছেন বক্সায়। অবশেষে তার দেখা মিলল। আর তার অস্তিত্ব স্বীকার করে নিল কেন্দ্রও।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement