shono
Advertisement

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের ৩৯টিই ভারতের, উপরের সারিতেই কলকাতা

দেশের সবচেয়ে দূষিত শহর রাজস্থানের ভিওয়াড়ি।
Posted: 02:30 PM Mar 14, 2023Updated: 02:30 PM Mar 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। গত বছরের তুলনায় দূষণের মাত্রা কমলেও এখনও তা WHO’র বেঁধে দেওয়া মাত্রা থেকে ১০ গুণেরও বেশি। কেবল তাই নয়, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টিই ভারতের। তালিকায় উপরের সারিতেই রয়েছে কলকাতা (Kolkata)।

Advertisement

সুইস সংস্থা আইকিউএয়ার এই তালিকা প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভারতের পিএম ২.৫ মাত্রা ৫৩.৩ মাইক্রোগ্রামস/ ঘন মিটার। ভারত রয়েছে অষ্টম স্থানে। তালিকার শীর্ষে আফ্রিকার চাদ। পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে যথাক্রমে ৩ ও ৫ নম্বরে।

[আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কেন্দ্রের অতিরিক্ত ক্ষতিপূরণের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

বিশ্বের সবচেয়ে দূষিত (Pollution) শহর পাকিস্তানের লাহোর ও চিনের হোটান। এরপর তিন নম্বরেই রাজস্থানের ভিওয়াড়ি। চারে দিল্লি। সবচেয়ে দূষিত ১০ শহরের ৬টিই ভারতের। প্রথম ২০টির মধ্যে ১৪টি ভারতের। প্রথম ৫০টি শহরে ৩৯টিই ভারতীয় শহর। দেশের সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে ৬টি মেট্রো শহর। অবশ্যই সেই তালিকার শীর্ষে দিল্লি।

এরপরই কলকাতা। তবে বঙ্গের রাজধানী শহরের অবস্থান ৯৯ (যেখানে দিল্লির ৪)। কলকাতার দূষণের মাত্রা দিল্লির তুলনায় অনেক কম হলেও সেটা অত্যন্ত উদ্বেগজনক। দিল্লির পিএম ২.৫ মাত্রা যেখানে ৯২.৬, সেখানে কলকাতার ৫০.২ পিএম ২.৫ মাত্রা।

[আরও পড়ুন: করোনাকালে মাধ্যমিকে বসতে হয়নি, HS দিতে পরীক্ষা কেন্দ্রের বদলে নিজের স্কুলেই হাজির ছাত্রী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement