shono
Advertisement
Scientists

'ফোটোনিক্স' নিয়ে ব্যতিক্রমী গবেষণা, বিশ্বের খ্যাতনামাদের তালিকায় বাঙালি বিজ্ঞানী

এসএন বোস, ফাইনম্যানের 'ভক্ত' সৌরাংশু মুখোপাধ্যায় বিশ্বের ২ শতাংশ পদার্থবিজ্ঞানীদের মধ্যে একজন।
Published By: Sucheta SenguptaPosted: 02:30 PM Sep 25, 2025Updated: 02:33 PM Sep 25, 2025

চঞ্চল প্রধান, হলদিয়া: বিশ্বের খ্যাতনামা পদার্থবিজ্ঞানীদের তালিকায় এবার নিজের নাম তুললেন এক বঙ্গসন্তান। সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারে বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে একজন বর্ধমানের গবেষক সৌরাংশু মুখোপাধ্যায়। একদা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, বর্তমানে পূর্ব মেদিনীপুরের মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈদ্যুতিক আলোক কণা 'ফোটন' নিয়ে তাঁর আজীবন গবেষণা। আধুনিক বিজ্ঞান সাধনার ক্ষেত্রে এই 'ফোটন' অন্যতম মাধ্যম। তাই 'ফোটোনিক্স' এই বাঙালি বিজ্ঞানীর ধ্যানজ্ঞান এই 'ফোটোনিক্স'।

Advertisement

বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের জার্নালে গবেষক সৌরাংশু মুখোপাধ্যায়ের ২০০ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ৩৪ জন পদার্থবিজ্ঞানী, তাঁর অধীনে গবেষণার কাজ সম্পূর্ণ করেছেন। তিনি নিজেও এই বিষয়ে নতুন কিছু আবিষ্কারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় আসার সুবাদে, আমি একটি বড় প্ল্যাটফর্ম পেলাম। যেখানে খ্যাতনামা বিজ্ঞানীদের সঙ্গে আমার জ্ঞানের আদানপ্রদান করার সুযোগ তৈরি হল। আগামিদিনে আমি 'ফোটন' নিয়ে আরও বেশি কাজ করতে চাই। চাই 'ফোটনে'র গুরুত্বপূর্ণ ব্যবহার হিসাবে সুপার কম্পিউটারের ভূমিকা কার্যকরী।"

এই কাজের সুবাদে তিনি ২০১৮ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে পেয়েছেন 'ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং' পুরস্কার। যা পদার্থবিজ্ঞানে জাতীয় পুরস্কার হিসাবে পরিচিত। ২০২২ এবং ২০২৩ সালে সেরা গবেষণাপত্রের জন্য পরপর দু'বার পেয়েছেন চাইনিজ অপটিক লেটার পুরস্কার। তাঁর এহেন জার্নি আর উদ্ভাবনী সাফল্যে ছাত্রছাত্রী থেকে সহকর্মী সকলেই খুশি। বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এবং আমেরিকান বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের 'ভক্ত' সৌরাংশুবাবু আগামিদিনে এই মানব সভ্যতাকে নতুন কী আবিষ্কার উপহার দেন, এখন সেটাই দেখার বিষয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজীবন ফোটন কণা নিয়ে গবেষণা।
  • বিশ্বের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায় এবার বঙ্গতনয়ের নাম।
  • সৌরাংশু মুখোপাধ্যায় এই মুহূর্তে মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
Advertisement