সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্ল্যাক হোল। মহাকাশের অনন্ত বিস্ময়। যাকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ আকাশছোঁয়া। এবার নাসা প্রকাশ করল এমন এক কৃষ্ণগহ্বরের ছবি যে একটি তারাকে গিলে খাচ্ছে। ৬০ কোটি আলোকবর্ষ দূরত্ব থেকে সেই দৃশ্য প্রত্যক্ষ করলেন গবেষকরা। হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়ল সেই ছবি।
এক্স হ্যান্ডলে করা পোস্টে নাসার বিবৃতি, ''৬০ কোটি আলোকবর্ষ দূরত্ব থেকে একটি ব্ল্যাক হোলের দেখা মিলল। সেটি একটি তারাকে গিলে খাচ্ছে! হাবলের লেন্সে ধরা পড়া কেন্দ্রের ঠিক বাইরের উজ্জ্বল বিন্দুটিই বিস্ফোরণের তেজস্ক্রিয়তার চিহ্ন।'' এমন ধরনের অন্বেষণ কৃষ্ণগহ্বরের চরিত্র বুঝতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁত ভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। কীভাবে বড় বড় নক্ষত্রগুলি জন্মায় ও বেড়ে ওঠে, তাদের পরিণতিই বা কী সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাঁরা। এই নিয়ে মহাকাশপ্রেমীদের কৌতূহলও চরমে। মিলছে নিত্যনতুন তথ্য। বছরখানেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল। খোঁজ মিলেছে ‘ঘুমন্ত’ ব্ল্যাক হোলেরও। তাও ছায়াপথ আকাশগঙ্গাতেই। পৃথিবী থেকে ২ হাজার আলোকবর্ষেরও কম দূরত্বে অবস্থিত কৃষ্ণগহ্বরটির ভর সূর্যের ৩৩ গুণ। যা দেখে বিস্মিত হন জ্যোতির্বিজ্ঞানীরা।
