shono
Advertisement

Breaking News

Comets

দীপাবলির আকাশে জোড়া ধূমকেতু! বিরল দৃশ্য দেখতে মুখিয়ে আকাশপ্রেমীরা

পাশাপাশি দু'টি ধূমকেতু দেখা নিঃসন্দেহে বিরল অভিজ্ঞতা।
Published By: Biswadip DeyPosted: 08:13 PM Oct 19, 2025Updated: 08:13 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে এখন রঙের খেলা। আতশবাজির ম্যাজিক দেখবে পৃথিবী। দীপাবলির আকাশে দেখা দেবে জোড়া অতিথি। ২১ অক্টোবর, অর্থাৎ আগামী মঙ্গলবার আমাদের নীল রঙের গ্রহটির সবচেয়ে কাছাকাছি আসবে ওই দুই ধূমকেতু। একটির নাম লেমন। একটির নাম সোয়ান। এর মধ্যে একটিকে দেখা যাবে এক্কেবারে খালি চোখে। অন্যটির জন্য অবশ্য প্রয়োজন দূরবিনের।

Advertisement

একই সঙ্গে দু'টি দূরবিন দেখতে পাওয়া এক বিরল অভিজ্ঞতা, জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই দুই ধূমকেতু কিন্তু আমাদের সৌরজগতেরই বাসিন্দা। এদের জন্ম উর্ট ক্লাউড অঞ্চলে। উর্ট ক্লাউড হল সৌরজগতের বাইরে অবস্থিত তুষারাবৃত এক বিরাট অঞ্চল। সূর্যের সংসারে ভাসতে থাকা ধূমকেতুগুলি এখানেই জন্মগ্রহণ করে। লেমন, সোয়ানও এখানেই জন্মেছে।

লেমন নামের ধূমকেতুটি পৃথিবী থেকে ৯০ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। সোয়ান অবশ্য আরও কাছ দিয়ে (৩৯ মিলিয়ন কিমি) যাবে। ২০ অক্টোবর ও ২১ অক্টোবর দুই রাতেই তাদের দিব্যি খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। তবে তা দিগন্তের কাছাকাছি থাকায় খালি প্রান্তর থেকেই দেখা যাবে স্পষ্ট। অন্যথায় সমস্যা হতে পারে।

২০২৫ সালের জানুয়ারি মাসে লেমন ধূমকেতুটি আবিষ্কৃত হয়। সূর্যাস্তের পর পশ্চিম সন্ধ্যার আকাশে লেমনকে একজোড়া দূরবিন বা ছোট টেলিস্কোপে পরিষ্কার দেখা যাবে। রাত বাড়লে সেটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে উপরে উঠে যাবে। অন্যদিকে সোয়ান মাত্র গত মাসেই আবিষ্কৃত হয়েছে। এটিকে সবচেয়ে ভালো দেখা যাবে ভোরের আকাশে। একে দেখতে হলে দূরবিন লাগবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আকাশে এখন রঙের খেলা। আতশবাজির ম্যাজিক দেখবে পৃথিবী। দীপাবলির আকাশে দেখা দেবে জোড়া অতিথি।
  • ২১ অক্টোবর, অর্থাৎ আগামী মঙ্গলবার আমাদের নীল রঙের গ্রহটির সবচেয়ে কাছাকাছি আসবে ওই দুই ধূমকেতু।
  • একটির নাম লেমন। অন্যটি সোয়ান।
Advertisement