সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ছ'মিনিট ২৩ সেকেন্ড ধরে টানা সূর্যগ্রহণ। যা মহাজাগতিক ইতিহাসে অতি বিরল ঘটনা হতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন, এত সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে স্থলভাগ থেকে, তাও অতি বিরল ঘটনা। ১৯৯১ সাল থেকে শুরু করে ২১১৪ সালের মধ্যে এটিই হতে চলেছে দীর্ঘতম সূর্যগ্রহণ। কবে সেই মাহেন্দ্রক্ষণ? জানা যাচ্ছে, দিনটি হল ২০২৭ সালের ২ আগস্ট, সোমবার।
তবে ভারত-সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে না। দেখতে পাবে না উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়ার একটি বড় অংশ এবং অস্ট্রেলিয়াও। তাহলে কারা সাক্ষী থাকবেন এই বিরল মহাজাগতিক ঘটনার? উত্তর হল - ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। শুধু তাই নয়, লিবিয়া এবং মিশরে পূর্ণগ্রাস অবস্থা সবচেয়ে ভালোভাবে দেখা যাবে বলেই খবর।
বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে 'গ্রেট নর্থ আফ্রিকান একলিপ্স' বলে অভিহিত করছেন। তাঁরা জানাচ্ছেন, ২০২৭ সালের ২ আগস্ট সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যাবে সূর্য। ওই দিন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে পৃথিবী। ফলে আকাশে আকারে তুলনামূলক ছোট দেখাবে সূর্যকে। আবার ওই একই সময়ে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে চাঁদ। ফলে আকারে তুলনামূলক বড় দেখাবে তাকে।
এছাড়াও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যে ছায়া পড়বে, তা মাটির উপর ক্রমশ সরে সরে যাবে। গোটা গ্রহণপর্বেই এমনটা হওয়ার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে। আরও জানা গিয়েছে, এর আগে খ্রিস্টপূর্ব ৭৪৩ সালের ১৫ জুন সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, প্রায় ৭ মিনিট ২৮ সেকেন্ড। আবার ২১১৪ সালের ২৩ আগস্টে আবার দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
