সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে?' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' নাটকে গোবিন্দমাণিক্যের এই সংলাপ যেন অনুরণিত হচ্ছে ইরানের খনিজ সমৃদ্ধ হরমুজ দ্বীপের সৈকতের কাণ্ড ঘিরে। গোটা বিশ্ব চমকে উঠেছে রক্তবৃষ্টি দেখে। ইনস্টাগ্রামে এক ট্যুর গাইড একটি ভিডিও শেয়ার করেছেন। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। কিন্তু ব্যাপারটা কী?

আসলে ওই সৈকত রক্তবর্ণ। আর সেই সৈকতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলেই লাল রঙের জলের ধারা দৃশ্যমান। স্বাভাবিক ভাবেই এমন দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় জমিয়েছেন সেখানে। ভিডিওটি শেয়ার করে ওই ট্যুর গাইড লিখেছেন, 'হরমোজের বিখ্যাত রেড বিচে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সেরাসিমার পর্যটকরা এই বৃষ্টি দেখে বিস্মিত হয়ে পড়েছেন।' কেবল পর্যটকরাই নন, নেটিজেনরাও ভিডিও দেখে অবাক। একজন লিখেছেন, 'ঈশ্বরের চেয়ে বড় শিল্পী আর কেই বা আছেন!' দৃশ্যটিতে যতই ভয়াবহতার রং থাকুক, আসলে প্রকৃতির এই খেয়ালে সকলেই মুগ্ধ। এবং সব মিলিয়ে তা এতই নান্দনিক যে সেই আকর্ষণেই এখানে ছুটে আসছেন পর্যটকরা।
এই দ্বীপ এমনিতেই বিখ্যাত। সারা বছরই থাকে পর্যটক সমাগম। এখানকার প্রাকৃতিক লাল মাটিই এই দ্বীপকে সকলের থেকে আলাদা করে রেখেছে। প্রচুর পরিমাণে লোহা ও অন্য ধাতুর উপস্থিতির কারণেই এখানকার দ্বীপের মাটির এই রং। ফলে সেখানে বৃষ্টিপাতের পরে এমন আশ্চর্য 'রক্তবর্ণ' ধারণ করে এখানকার মাটি। এই মাটি খাবারের মশলা হিসেবেও ব্যবহৃত হয়। সৈকতও লাল রঙের। সমুদ্রের ঢেউ সেখানে আছড়ে পড়লে সেই জলও লাল হতে দেখা যায়।