সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে সূর্য। আর নিতে বরফের উপরে আশ্চর্য আলো! যাকে দেখলে মনে হবে যেন মোমবাতির শিখা। এককথায় 'সৌর শিখা'। এমনই এক অসামান্য দৃশ্যের সাক্ষী হল অস্ট্রিয়া। তবে এটা সবচেয়ে ভালো দেখা গিয়েছে বিমানের জানলা দিয়ে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও।
কী এই সৌর মোমবাতি
বায়ুমণ্ডলে অনুভূমিকভাবে ভেসে থাকা লক্ষ লক্ষ ক্ষুদ্র, চ্যাপ্টা, প্লেটের মতো ষড়ভুজাকার বরফ স্ফটিক থেকে সূর্যের আলো প্রতিফলিত হযলে সৃষ্টি হয় সৌর মোমবাতি। স্ফটিকগুলি প্রায়শই সিরোস্ট্র্যাটাস মেঘে পাওয়া যায়। যা সম্মিলিত ভাবে বিরাট, অসম্পূর্ণ আয়নার মতো আচরণ করে। এবং সৌর রশ্মিকে প্রতিফলিত করে দর্শকের চোখে। এর ফলে সৃষ্টি হয় এক ঝলমলে আভা। যাকে দিগন্তের নিচে সূর্যের প্রতিবিম্বের মতো দেখায়। শান্ত বাতাসে স্ফটিকগুলো আলতোভাবে ঘুরতে থাকার সময় তাদের সামান্য নড়াচড়াতেই প্রতিফলনটি উল্লম্বভাবে প্রসারিত হয়। ফলে আলোর একটি লম্বা স্তম্ভ দেখা যায়। যাকে দেখতে মোমবাতির শিখার মতো।
কোন সময়ে দেখা যায়
সাধারণ ভাবে শীতকালেই এমন দৃশ্য দেখা যায়। বিমান থেকে নিচে মেঘের পাতলা চাদরের ফাঁক দিয়ে তাকালে এই আশ্চর্য দৃশ্য সবচেয়ে ভালো দেখা যায়। এছাড়া পর্বতারোহী কিংবা যাঁরা স্কি করেন, তাঁরা পাহাড়চুড়োয় স্তম্ভিত হয়ে যান এই অপূর্ব দৃশ্য দেখে। পদার্থবিদ্যায় প্রতিফলন সম্পর্কে আমরা ভালোই অবহিত। এখানে সেই প্রতিফলনেরই এক অনুপম নিদর্শন তৈরি হয়। যা দেখার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ। এবার তেমনই এক দৃশ্যে তৈরি হল অস্ট্রিয়ায়।
প্রসঙ্গত, সূর্যের আলোর প্রতিফলন ও প্রতিসরণে এমন নানা দৃশ্যই তৈরি হয়। প্রতিফলনে যেমন সৌর মোমবাতি তৈরি হয়, তেমনই প্রতিসরণের ফলে তৈরি হয় 'সান ডগ'। সন্দেহ নেই, সবগুলিই সমান চিত্তাকর্ষক।
