সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাই ছিল রবিবার বিকেলে এলভিএম৩-এম৫ রকেট চেপে মহাকাশে পাড়ি দেব ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ সিএমএস-০৩। সেই মতোই নির্বিঘ্নে বিকেল ৫টা বেজে ২৬ মিনিটে 'বাহুবলী' রকেটে চেপে অন্তরীক্ষে রওনা হল ৪, ৪১০ কেজি ওজনের ওই উপগ্রহ। মনে কার হচ্ছে, দেশের যোগাযোগ ব্যবস্থার মোড় ঘুরিয়ে দেবে সিএমএস-০৩-র উৎক্ষেপণ।
ইসরোর তরফে জানানো হয়েছিল, ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। এই কাজ করবে ৪৩.৫ মিটার দৈর্ঘ্যের 'বাহুবলী'। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে বলা হয়েছিল, রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে এলভিএম৩-এম৫ রকেট চেপে মহাকাশে পাড়ি দেবে ৪, ৪১০ কেজি ওজনের উপগ্রহ সিএমএস-০৩। এদিন সময় মতোই রওনা দিল উপগ্রহটি। জানা গিয়েছে, ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার নজরদারির কাজে সাহায্য করবে শক্তিশালী সিএমএস-০৩। দেশের প্রতিরক্ষার কাজে বিশেষ ভূমিকা নেবে উপগ্রহটি।
ক’দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা যৌথভাবে কক্ষপথে স্থাপন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। মূলত হিমবাহ, জঙ্গল, ভূকম্পন জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের খবর দেবে এই রাডার অ্যান্টেনা। ইসরো এবং নাসা যৌথ ভাবে সিন্থেটিক অ্যাপারচার মিশন (নিসার) শুরু করে। সেই অভিযানের অধীনে এই অ্যান্টেনা স্থাপন করা হয়। যেটি ৩৩ ফুট দীর্ঘ। পৃথিবী থেকে ৪৬০ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন এই রাডার অ্যান্টেনা।
