shono
Advertisement
Gujarat Coast

টগবগিয়ে ফুটছে সমুদ্র! গুজরাট উপকূলের কাছে ঘনাচ্ছে রহস্য

ভাইরাল ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন। এছাড়াও পাইপলাইন ফাটার মতো মানবসৃষ্ট কারণও খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Biswadip DeyPosted: 07:35 PM Jan 20, 2026Updated: 07:35 PM Jan 20, 2026

বগবগিয়ে ফুটছে সমুদ্রের জল! এমনই রহস্যজনক ঘটনার সাক্ষী গুজরাট উপকূল। সেখানে দেখা গিয়েছে সমুদ্রের জলের একটা অংশ ফুটতে শুরু করেছে। মহারাষ্ট্রের পালঘর জেলার মৎস্যজীবী ও সরকারি আধিকারিকরা এমনই দাবি করেছেন। নেটভুবনেও ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। যার ফলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

Advertisement

পালঘর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান বিবেকানন্দ কদম সংবাদমাধ্যমের কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। এবং দ্রুত পদক্ষেপ করার উপরে জোর দিয়েছেন। কিন্তু কেন এভাবে ফুটতে শুরু করেছে সমুদ্রের জল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সম্ভবত সমুদ্রতল থেকে গ্যাস নিঃসরণ, জলের নিচে ভূতাত্ত্বিক কোনও বিপর্যয় বা সমুদ্রের নিচের পাইপলাইন ফেটে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।

সরকার তদন্ত শুরু করেছে। এবং ঘটনাটি খতিয়ে দেখতে 'ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস'-এর একটি দলকে মোতায়েন করা হয়েছে। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন।

এদিকে বিবেকানন্দ কদম বলেছেন, "সমুদ্রে যে আলোড়ন দেখা গিয়েছে তা অত্যন্ত অস্বাভাবিক।" তিনি আরও উল্লেখ করেন যে, এলাকাটি ব্যস্ত সামুদ্রিক পরিবহনপথ এবং প্রধান মাছ ধরার ক্ষেত্রগুলির কাছাকাছি অবস্থিত। ভিডিও ফুটেজে চিহ্নিত স্থানাঙ্কগুলি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলির কাছাকাছি হওয়ায় নৌ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

ইতিমধ্যেই সরকার তদন্ত শুরু করেছে। এবং ঘটনাটি খতিয়ে দেখতে 'ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস'-এর একটি দলকে মোতায়েন করা হয়েছে। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন। এছাড়াও পাইপলাইন ফাটার মতো মানবসৃষ্ট কারণও খতিয়ে দেখা হচ্ছে। পালঘরের কর্মকর্তারা বিষয়টি বিশ্লেষণের জন্য ঘটনাস্থলে সোনার এবং গ্যাস সেন্সরযুক্ত জরিপ-জাহাজ মোতায়েনের উদ্দেশ্যে ভারতীয় কোস্ট গার্ড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি এবং ওএনজিসি-র সঙ্গে যোগাযোগ করছেন। আপাতত মৎস্যজীবীদের ওই অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া আশপাশের এলাকাতেও নৌকা নিয়ে এলে অত্যন্ত সতর্ক থাকার বার্তাও দিয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement