সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি বিরল কালো চিতাবাঘের দেখা মিলল ওড়িশায়। বাঘসুমারি চলছে সেখানে। আর সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ল এই বিরল প্রাণীটি। স্বাভাবিক ভাবেই বন দপ্তরে খুশির জোয়ার।
বন দপ্তরের আধিকারিক বন্যপ্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন চিতাবাঘটির ছবি। কিন্তু নিরাপত্তার কারণেই কোন জঙ্গলে চিতাবাঘটিকে দেখা গিয়েছে তা জানাননি তিনি। গত অক্টোবর থেকে বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার। এর আগে ময়ূরভঞ্জের সিমলিপাল ন্যাশনাল পার্কে দেখা গিয়েছিল কালো বাঘ। এবার দেখা মিলল কালো চিতাবাঘের।
[আরও পড়ুন: ‘আমি মরলে কিছু যেত আসত না’, ৪১ জনের প্রাণ বাঁচিয়ে বললেন সুড়ঙ্গে ‘ইঁদুর-গর্ত’ খোঁড়া মুন্না]
ঘন কৃষ্ণ রঙের জন্য কালো চিতা বরাবরই রহস্যময় ও ভয়ংকর সুন্দর। কিন্তু এই বিশেষ বর্ণের প্রাণী অত্যন্ত বিরল। মাঝে একটা সময় সন্দেহ দানা বেঁধেছিল, আদৌ কি কালো চিতাবাঘ আর এই পৃথিবীতে রয়েছে? কিন্তু এরপর বছর কয়েক আগে সেই সন্দেহের নিরসন হয়। ছবি ওঠে কালো চিতাবাঘের। এবার ওড়িশায় দেখা মিলল কালো চিতাবাঘের। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। নির্জন অরণ্যে প্রাণীটির ছবি শেয়ার করেছেন অনেকেই।