shono
Advertisement

Breaking News

Science News

বাংলার মুকুটে নয়া পালক! বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় বঙ্গের যুবক

স্ট্যানফোর্ডের তালিকা অনুযায়ী, সাইকিয়াট্রিক বিভাগে তাঁর এই অর্জন।
Published By: Buddhadeb HalderPosted: 06:12 PM Dec 02, 2025Updated: 06:12 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের ঢেউ আছড়ে পড়েছে বাংলার চিকিৎসা জগতে। বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে যে মর্যাদাপূর্ণ লড়াই, সেখানে এবার জয়ী হয়েছেন এক বাঙালি। হ্যাঁ, কলকাতার কৃতি চিকিৎসক ও বিজ্ঞানী ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যাযয়ের ঝুলিতে সম্প্রতি জুটল আন্তর্জাতিক স্বীকৃতি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নাম উঠল তাঁর।

Advertisement

এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভারতের মনোরোগবিদ্যা গবেষণাকে বিশ্ব মঞ্চে এক ধাপ এগিয়ে দিল। চলতি বছরের এই বিশেষ তালিকায় ১৫ জন ভারতীয় মনোচিকিৎসকের সঙ্গে স্থান পেয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়।

ডা. বন্দ্যোপাধ্যায় একজন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক। বর্তমানে তিনি কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে কাজ করছেন। স্ট্যানফোর্ডের তালিকা অনুযায়ী, সাইকিয়াট্রিক বিভাগে তাঁর এই অর্জন। বিশেষভাবে তিনি জেরিয়াট্রিক সাইকিয়াট্রি অর্থাৎ প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

এই আন্তর্জাতিক তালিকা তৈরির প্রক্রিয়া কিন্তু খুব সহজ নয়। গবেষকদের কাজের মৌলিকতা, সমাজে তার বাস্তব প্রয়োগ, ‘সাইটেশন’ সংখ্যা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠি বিশ্লেষণ করে এই সেরা ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়।

ডা. বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই স্বীকৃতি দেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে আরও বেশি সচেতনতা বৃদ্ধি পাবে। বাংলার চিকিৎসক গবেষকের এই সাফল্যে নিঃসন্দেহে গর্বিত চিকিৎসা মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে যে মর্যাদাপূর্ণ লড়াই, সেখানে এবার জয়ী হয়েছেন এক বাঙালি।
  • স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় উঠল নাম।
  • এই অর্জন ভারতের মনোরোগবিদ্যা গবেষণাকে বিশ্ব মঞ্চে এক ধাপ এগিয়ে দিল।
Advertisement