shono
Advertisement

Breaking News

Diwali

'রত্নের মতো ঝলমলে', মহাকাশ থেকে উজ্জ্বল ভারতের ভিডিও দিয়ে দিওয়ালির শুভেচ্ছা শুভাংশুর

কেমন দেখতে লাগে আলোকিত ভারতকে? দেখে নিন শুভাংশুর শেয়ার করা ভিডিও।
Published By: Anwesha AdhikaryPosted: 07:20 PM Oct 20, 2025Updated: 07:20 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা।’ মহাকাশ থেকে ভারতকে দেখে একথা বলেছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। মহাকাশ থেকে ফিরে এসে পূর্বসূরির কথাই শোনা গিয়েছিল শুভাংশু শুক্লার মুখেও। আলোয় সেজে ওঠা ভারতকে মহাকাশ থেকে দেখতে কতটা মোহময়ী লাগে, দিওয়ালির সন্ধেয় সেই ভিডিও শেয়ার করলেন শুভাংশু।

Advertisement

সোমবার দীপাবলি উপলক্ষে মাতোয়ারা গোটা দেশ। প্রদীপ, মোমবাতি, টুনিবালবের মতো নানা আলোয় সেজেছে দেশের প্রত্যেকটি প্রান্ত। আলোকিত ভারতকে মহাকাশ থেকে দেখতে কেমন সুন্দর লাগে, সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মহাকাশচারী। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে উত্তর-পূর্বে যাওয়ার পথে আলোয় সেজে ওঠা একাধিক শহরকে তুলে ধরা হয়েছে ভিডিওতে। শুভাংশুর কথায়, দিওয়ালির ভারতকে দেখে মনে হয় যেন গোটা ছায়াপথ যেন জীবন্ত হয়ে উঠেছে। দেহের প্রত্যেকটা কোষে এই অনুভূতি কাজ করে। রত্নের মতো ঝলমল করে ভারতীয় ভূখণ্ড।

উল্লেখ্য, মহাকাশ থেকে ফিরে এসে শুভাংশু বলেছিলেন, ”আজও মহাকাশ থেকে ভারতকে দেখতে সবচেয়ে সুন্দর দেখতে মনে হয়। জয় হিন্দ, জয় ভারত।” আরও বলেন, মহাকাশযাত্রা প্রশিক্ষণের তুলনায় একদম ভিন্ন। তিনি আরও জানান, “এই মিশন গোটা দেশের মিশন। শিক্ষাক্ষেত্রে যা শেখা যায় তার থেকে গোটা অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।” পাশাপাশি, ভারত সরকার, ইসরো এবং গবেষকদের ধন্যবাদও দিয়েছিলেন শুভাংশু।

মহাকাশ থেকে ফিরে বেশ কয়েকবার ফটোগ্রাফির চর্চা করতে দেখা গিয়েছে বায়ুসেনার এই আধিকারিককে। নিজের বেঙ্গালুরুর বাড়ির খোলা বারান্দা থেকে শক্তিশালী ক্যামেরায় ধরেছেন উজ্জ্বলতম নীহারিকা, কালপুরুষদের ছবি। নিজের এক্স হ্যান্ডলে তা শেয়ারও করেছেন। তবে এবার পুরনো ভিডিওই শেয়ার করলেন, আলোয় উজ্জ্বল ভারতবর্ষের ছবি তুলে ধরতে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার দীপাবলি উপলক্ষে মাতোয়ারা গোটা দেশ। প্রদীপ, মোমবাতি, টুনিবালবের মতো নানা আলোয় সেজেছে দেশের প্রত্যেকটি প্রান্ত।
  • শুভাংশুর কথায়, দিওয়ালির ভারতকে দেখে মনে হয় যেন গোটা ছায়াপথ যেন জীবন্ত হয়ে উঠেছে।
  • মহাকাশ থেকে ফিরে বেশ কয়েকবার ফটোগ্রাফির চর্চা করতে দেখা গিয়েছে বায়ুসেনার এই আধিকারিককে।
Advertisement