shono
Advertisement
Russia

আকাশ-মাটির মাঝে সারি সারি আলোর স্তম্ভ! কী ঘটছে রাশিয়ায়?

দেখে নিন অবাক করা ভাইরাল ভিডিও!
Published By: Biswadip DeyPosted: 05:13 PM Jan 05, 2026Updated: 05:13 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন কল্পবিজ্ঞান ছবির দৃশ্য। মাটি ও আকাশকে জুড়ে রেখেছে এক দীর্ঘ ঋজু আলোকস্তম্ভ! নেট দুনিয়ায় ভাইরাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উত্তর দিকের এই আশ্চর্য দৃশ্য। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিস্মিত করার পাশাপাশি যা তাক লাগিয়েছে নেটিজেনদের চোখেও। ভাইরাল হয়েছে ভিডিও। অনেকেই এর মধ্যে অতিলৌকিকতা খুঁজে পেয়েছেন। আবার কেউ কেউ একে 'ভিনগ্রহীদের চক্রান্ত' বলেও দাবি করেছেন। কিন্তু ব্যাপারটা আসলে কী?

Advertisement

বলে রাখা ভালো, এর মধ্যে অলৌকিক কিংবা ভিনগ্রহীদের চক্রান্তের কোনও ব্যাপারই নেই। পুরোটাই আদপে প্রাকৃতিক ঘটনা। এবং এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক সত্য। একমাত্র কনকনে ঠান্ডা আবহাওয়াতেই যা দেখা যায়। আসলে তাপমাত্রা শূন্যের নিচে নামলে এরকম সময়ে লক্ষ লক্ষ তুষারকণা বাতাসে ভেসে বেড়ায়। রাত নামলে রাস্তার আলো, বাড়ির আলো, গাড়ির আলো গিয়ে এই সব বরফকুচিতে ধাক্কা খায়। যা উপর ও নিচ, দু'দিকেই প্রতিফলিত হয়। ফলে তৈরি হয় উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ বিষয়টা আসলে দৃষ্টিভ্রম। কিন্তু তা এতই নাটকীয় যে ভ্রম বলে ধরাই দুষ্কর। 'চোখে ঝিলমিল' লেগে যায়!

কেবলই রাশিয়া নয়, আলাস্কা, উত্তর কানাডা, স্ক্যান্ডিনেভিয়াতেও এটা দেখতে পাওয়া যায়। প্রাচীন সময়ে একে 'আধ্যাত্মিক রশ্মি' বলা হত। কিন্তু ইদানীং জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি ও অনেকে বেশি কৃত্রিম আলোর উজ্জ্বলতার কারণেই শীতল শহুরে পরিবেশে আলোকস্তম্ভ স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাটি ও আকাশকে জুড়ে রেখেছে এক দীর্ঘ ঋজু আলোকস্তম্ভ!
  • নেট দুনিয়ায় ভাইরাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উত্তর দিকের এই আশ্চর্য দৃশ্য।
  • স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিস্মিত করার পাশাপাশি যা তাক লাগিয়েছে নেটিজেনদের চোখেও। ভাইরাল হয়েছে ভিডিও।
Advertisement