সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পাঠানো চন্দ্রযান ১ (Chandrayaan 1)চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হয়েছিল ঠিকই। কিন্তু এবার চন্দ্রযান ১-এর পাঠানো রিমোট সেন্সিং ডেটাই জানাল চমকপ্রদ তথ্য। পৃথিবীর ইলেকট্রন থেকেই চাঁদে (The Moon) জলের অস্তিত্বের সন্ধান মিলেছে। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চন্দ্রযান ১-এর পাঠানো রিমোট সেন্সিং ডেটা বিশ্লেষণ করে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাঁদের মতে, পৃথিবীর প্লাজমা স্তরের প্রভাবে চাঁদের পাথর ও খনিজের উপাদান ভেঙে যায়। এগুলো দ্রবীভূত করতে পৃথিবীর ইলেকট্রনগুলি (Electron) বিশেষ সাহায্য করছে। পৃথিবীর প্লাজমা স্তরে যে উচ্চশক্তির ইলেকট্রন থাকে, সেগুলিই চাঁদে জল (Water) তৈরিতে সাহায্য করেছে।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরকারী সাংবাদিকদের নিয়ে ‘কুৎসা’, কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার]
২০০৮ সালের ২২ অক্টোবর চন্দ্রযান ১-কে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে পাঠায় ইসরো (ISRO)। কন্ট্রোল হারিয়ে ১৪ নভেম্বর সেটি আছড়ে পড়েছিল চাঁদের বুকে। এই চন্দ্রযান ১ প্রথম জানায়, পৃথিবীর একমাত্র উপগ্রহে জলের উপস্থিতির কথা। এবার জানাল, জলের অস্তিত্বের পিছনে পৃথিবীর অবদানের দিকটিও। পৃথিবীর প্লাজমা স্তরের ইলেকট্রনই হাইড্রোজেন, অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় জল তৈরি করে। এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে ঘুরে বেড়াচ্ছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। নানা অজানা তথ্য খুঁজে বেড়াচ্ছে রোভার ‘প্রজ্ঞান’। তারই মাঝে এমন খবর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তথ্য।