সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যে আদপে নক্ষত্রের ধুলোয় তৈরি, তা সভ্যতার খেয়াল থাকে না। তবু মাথার উপরে আকাশের চাদর সরিয়ে দিলেই যে অন্ধকার মহাকাশ, সেই মহাজাগতিক অস্তিত্বের অবিরত সন্ধান করে চলেন বিজ্ঞানীরা। এবার তাঁরা খুঁজে পেলেন ‘হ্যান্ড অফ গড’। না, দিয়েগো মারাদোনার সেই সোনায় মোড়ানো ‘গোল’ নয়, এটা আক্ষরিক অর্থেই কসমস তথা মহাজাগতিক ‘হাত’।
নাসার দুটি এক্স রে স্পেস টেলিস্কোপ তুলেছে এমনই এক ছবি। দেখলে অবিকল মনে হবে সত্যিই মহাজাগতিক কোনও হাতের তালু! কী এই ‘ঈশ্বরের হাত’? ‘দ্য অ্য়াস্ট্রোফিজিক্যাল জার্নালে’ প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। সেখানে বলা হয়েছে আমাদের এই ছায়াপথের এক নক্ষত্রের কথা। দেড় হাজার বছর আগে সেই নক্ষত্রটি তার সমস্ত নিউক্লিয়ার জ্বালানি ফুরিয়ে ফেলেছিল। এবং শেষপর্যন্ত সেটি পরিণত হয়েছিল এক ঘূর্ণায়মান ঘন নিউট্রন তারায়।
[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]
এই ধরনের তারাদের বলা হয় পালসার। এরা ম্যাটার ও অ্যান্টি ম্যাটার নির্গত করে নিজেদের মেরুদেশ থেকে। সেই চৌম্বকক্ষেত্রের চেহারাটাই দেখলে মনে হচ্ছে যেন কোনও অতিকায় হাত। আর সেই ছবিই মন জিতেছে মহাকাশপ্রেমীদের।