shono
Advertisement

সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!

কীভাবে এসব বন্ধ করা যায়, সেটাই এখন চিন্তার বিষয় DU-এর৷ The post সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:27 AM Apr 18, 2017Updated: 01:51 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়াই এখন তথ্যের ভাণ্ডার৷ সেখানে মেলে না, এমন কিছুই নেই৷ কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য সোশ্যাল মিডিয়া সার্চ করেই হকচকিয়ে গিয়েছিলেন আরাধনা সিং৷ কারণ ভর্তি সংক্রান্ত তো কোনও তথ্য পাননি, উল্টে সকলের  সামনে ভেসে উঠেছিল পর্নগ্রাফি৷

Advertisement

[স্বাধীন হলে ‘শয়তান’ হবে নারীরা! যোগীর লেখা ঘিরে তীব্র বিতর্ক]

এক জনপ্রিয় সোশ্যাল সাইটে DU (দিল্লি বিশ্ববিদ্যালয়কে ছোট করে বলা হয়) লিখে সার্চ করেছিলেন তিনি৷ প্রথম দশটি সার্চের মধ্যে একটিতেও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনও তথ্য আসেনি৷ উল্টে খুলে গিয়েছে অ্যাডাল্ট সাইট৷ যেখানে অশালীন ছবি এবং মেসেজই ঘোরাঘুরি করছে৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে এসব বন্ধ করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ তাদের তরফে জানানো হয়েছে, তারা সরাসরি এ বিষয়ে কিছু করবে না৷ পুরো বিষয়টি সামলাবে থার্ড পার্টি৷ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক নীতা সেহগাল বলেন, “বর্তমানে আমাদের কোনও আধিকারিক নেই যিনি সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিষয়গুলি খতিয়ে দেখবেন৷ তাই আমাদের হাত বাঁধা৷ তাছাড়া সরাসরি কোনও অভিযোগ না পেলে এ বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয়৷”

[পুলিশকর্মীদের ইস্তফা ঘোষণা করতে হবে মসজিদে গিয়ে, হুমকি জঙ্গিদের]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এ বিষয়ে ওই সাইটের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে৷ তাদের তরফে জানানো হয়, নোটিসের মাধ্যমে বিষয়টি তাদের সামনে তুলে ধরতে হবে৷ তবেই এ ধরনের কনটেন্ট ও সাইট বন্ধ করা যাবে৷ DU কিওয়ার্ড দিয়ে ওই সাইটে সার্চ করলে প্রথমেই আসছে ‘দিল্লি বিশ্ববিদ্যালয়ের অদেখা কেলেঙ্কারি’, ‘বিশ্ববিদ্যালয়ের হট অ্যান্ড কিউট ভারতীয় নারী’, ‘বিশ্ববিদ্যালয়ের নগ্ন-মহিলার সঙ্গে যৌনমিলন’, ‘সেক্স টিউব অনলাইন গেম’এর মতো কনটেন্টগুলি৷ সঙ্গে সে সব পেজে থাকছে অশালীন ছবি ও ভিডিও৷ আরাধনা সিং জানান, মোবাইলের স্ক্রিনে আচমকা এমন অশালীন ছবি, ভিডিও ভেসে ওঠাটা ভীষণ লজ্জাজনক৷ তবে পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে কিছু জানাতে চাননি তিনি৷ দিল্লি বিশ্ববিদ্যালয় নামের আগে হ্যাশট্যাগ ব্যবহার করায় এমন বিশ্বস্ত প্রতিষ্ঠানে ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ বিশ্ববিদ্যালয়ের কোনও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও নেই৷ কীভাবে এসব বন্ধ করা যায়, সেটাই এখন চিন্তার বিষয় DU-এর৷

The post সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার