সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষরা যৌন নিগ্রহের স্বীকার হলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করতে পারতেন। কিন্তু এবার থেকে পুরষদের হাতে থাকছে না এই রক্ষাকবচ। বাতিল হয়ে যাচ্ছে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের এই ধারা।
গতকাল বাদল অধিবেশনের শেষ দিনে ফৌজদারি দণ্ডবিধির খোলনলচে পালটাতে সংসদে বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবিত আইনে ৩৭৭ ধারা বাতিল করার কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত এই ধারা অনুযায়ী, পুরুষরা ধর্ষণ কিংবা যৌন নিগ্রহের স্বীকার হলে মামলা করা হত। কিন্তু এই ধারা বাতিল হলে এই ধরনের ঘটনায় পুরুষরা মামলা করার সুযোগ পাবেন না। ৩৭৭ ধারা অনুযায়ী, কেউ যদি কোনও পুরুষ, মহিলা , প্রাণীর সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দশ বছরের জেলের সাজা দেওয়া হতে পারে। কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হতে পারে।
[আরও পড়ুন: ‘ঘৃণাভাষণে রাশ টানুন’, কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের]
কিন্তু ৩৭৭ ধারা বাতিলের যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে এই ধারায় পুরুষদের প্রতি হওয়া অস্বাভাবিক যৌনাচারে কোনও শাস্তির বিধান নেই। শুধুমাত্র মহিলা ও শিশুরা যদি কোনও পুরুষের দ্বারা যৌন হেনস্তা কিংবা ধর্ষণের স্বীকার হন তাহলে সেই ঘটনাই এই ধারার আওতায় পড়বে।
এ বিষয়ে আইনজীবী নিহারিকা করনজোয়ালা মিশ্র বলেন, “যে কোনও পরিধিতে আইন সকলের জন্য সমান হওয়া উচিৎ। এখন কোনও পরিস্থিতিতে কি কোনও পুরুষ অভিযোগ জানাতে পারবে যে যৌন নিগ্রহের স্বীকার? এই আইনে একটা বড় সংখ্যার পীড়িতদের প্রতি অবিচার করা হচ্ছে।” পুরুষদের প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “১৮ বছরের বেশি বয়সিরা আর যৌন হেনস্তার ক্ষেত্রে আইনের দ্বারা সুরক্ষিত থাকবে না। এক্ষেত্রে শুধু নাবালকরা পকসো আইনে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করতে পারবে।”