shono
Advertisement

জঙ্গিদের হিটলিস্টে চিনারা! বেজিংকে শান্ত করতে নিরাপত্তা বাড়াল পাকিস্তান

কেন জঙ্গিদের নিশানায় চিনারা?
Posted: 02:15 PM Aug 16, 2023Updated: 02:51 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে জঙ্গিদের হিটলিস্টে চিনা নাগরিকরা! আর এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ বেজিং। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তাদের দেশে কর্মরত চিনাদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে ইসলামাবাদ।

Advertisement

গত রবিবার (১৩ আগস্ট) বালোচিস্তানের গদর ফকর ব্রিজের উপর চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই ইঞ্জিনিয়াররা একটি চিনা নির্মাণ সংস্থার কর্মী। ব্রিজের উপর বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কনভয়ের নিরাপত্তারক্ষীরা পালটা গুলি ছোঁড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, প্রায় ঘণ্টা দুয়েক সংঘর্ষ চলে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে। নিহত হয় দুই জঙ্গি। ঘটনার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী সংগঠন। তারপরই চিনাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। মঙ্গলবার করাচির চিনা দূতাবাস জানিয়েছে, আক্রান্ত চিনা ইঞ্জিনিয়াররা চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের কাজে নিযুক্ত ছিলেন।

[আরও পড়ুন: আরও অস্বস্তিতে ইমরান, ৬টি মামলায় জামিন খারিজ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর]

প্রসঙ্গত, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিয়াং প্রদেশ পর্যন্ত মোট ৩,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হয়েছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷ অভিযোগ, পেশিশক্তির জোরে তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করেছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিয়েছে চিন৷

পাকিস্তানি (Pakistan) শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বালোচরা। পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র।

[আরও পড়ুন: হাওয়াই জ্বলছে, অথচ মার্কিন প্রেসিডেন্ট ছুটি কাটাচ্ছেন সৈকতে! বিতর্কের মধ্যেই মুখ খুললেন বাইডেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement