বড়দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে রকমারি কেক, দেখুন ছবি
খুশিতে মাতোয়ারা মানুষ।
Tap to expand
বড়দিনের বড় আনন্দ বলে কথা। মানুষের ঢল পার্কস্ট্রিটে।
Tap to expand
আলো দিয়ে সাজানো হয়েছে গোটা রাস্তা। তা দেখতে রাজ্যের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন মানুষজন।
Tap to expand
আলোর রোশনাই ছাড়া যেমন দিওয়ালি হয় না, ইফতার ছাড়া ইদ যেমন অসম্পূর্ণ, তেমনি কেক ছাড়া বড়দিন যেন ভাবাই যায় না।
Tap to expand
বহরমপুরের এক কেক প্রস্তুতকারকের দোকানে 'হাজারদুয়ারি কেক' বিক্রি হচ্ছে দেদার। কেকটি প্রায় এক কেজি ওজনের।
Tap to expand
বড়দিনেও বিশ্বকাপে বুঁদ জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার একটি কেক প্রস্তুতকারি সংস্থা। তৈরি করা হয়েছে ২৫ পাউন্ডের কেকের বিশ্বকাপ।
Tap to expand
অবিকল বিশ্বকাপের মতো দেখতে কেকটি শনিবার অর্থাৎ ক্রিসমাস ইভের রাতেই নিলাম করা হবে খবর।
Tap to expand
বড়দিনের বড় চমক ছিল জগৎ মুখার্জী পার্কের এই বিশাল কেক।
Tap to expand
ক্রিসমাস ইভের রাত থেকেই সেজে উঠেছে হুগলির ব্যান্ডেল চার্চ। উৎসবে মাতোয়ারা স্থানীয় বাসিন্দারা।
Published By: Suparna MajumderPosted: 09:19 PM Dec 24, 2022Updated: 09:29 PM Dec 24, 2022