Advertisement
রিচা চাড্ডা ও আলি ফজলের বিয়ের প্রস্তুতি তুঙ্গে, দেখুন গায়ে হলুদ ও ককটেল পার্টির ছবি
আগামী মঙ্গলবার বিয়ে সারছেন দুই তারকা।
অবশেষে বিয়ে রিচা চাড্ডা ও আলি ফজলের। শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, ককটেল পার্টির ছবি শেয়ার করেছেন দুই তারকা।
খ্রেশা বাজাজের ডিজাইন করা রিচার শাড়িটি। আলি জন্য শেরওয়ানিটি তৈরি করেছেন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা।
মেহেন্দি আর গায়ে হলুদের অনুষ্ঠানেও বেশ মজা করেছেন রিচা ও আলি। হাত ধরে নাচার এই ছবিটি পোস্ট করেছেন তারকা যুগল।
Published By: Suparna MajumderPosted: 06:17 PM Oct 02, 2022Updated: 06:17 PM Oct 02, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ